হাওলায় পাচার টাকা, রোজভ্যালি দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে টলিউডের জনপ্রিয় নায়িকা
কলকাতা, ৪ জানুয়ারি : রোজভ্যালি দুর্নীতিতে এবার সিবিআই স্ক্যানারে উঠে এল টলিউডের জনপ্রিয় এক নায়িকার নাম। তাঁকে তলব করার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে সিবিআই। অতি শীঘ্র একসময়ের টলিউড কাঁপানো ওই নায়িকাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে ডাকতে পারেন তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ হাওলার মাধ্যমে বহু টাকা বিদেশে পাচার করা হয়েছে।
এখনই ওই নায়িকার নাম প্রকাশ্যে আনতে চাইছে না সিবিআই। তবে এবার লক্ষ্য যে ওই নায়িকাই, তা স্পষ্ট করে দিয়েছেন রোজভ্যালি দুর্নীতির তদন্তে নিযুক্ত সিবিআই-এর তদন্তকারী অফিসাররা। সিবিআইজএর হাতে এই মর্মে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে বহু নথি তাঁরা সংগ্রহ করেছে, তার মধ্যে রয়েছে চুক্তিপত্র। যেখানে সই রয়েছে ওই নায়িকার।

প্রথমত রোজভ্যালির টাকা হাওলার মাধ্যমে পাচার করার কাজে সরাসরি ওই নায়িকা যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে সিবিআই সূত্র। সিঙ্গাপুরে এক অনাবাসী ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে যোগসূত্র রেখেই এই টাকা পাচার করা হত। প্রায় ৬৩ কোটি টাকা এই হাওলার মাধ্যমে পাচার হয়ে গিয়েছে। এছাড়া বন্ধ হওয়া ছবি কিনতে রোজভ্যালিকে প্রত্যক্ষভাবে সাহায্য করতেন এই অভিনেত্রী। এই ব্যবসার সঙ্গে জনপ্রিয় নায়িকা সরাসরি যুক্ত ছিলেন। সিবিআই সেই সংক্রান্ত চুক্তিপত্র হাতে পেয়েছে। একাধিকবার তিনি রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে বিদেশ সফরও করেছেন।
কে সেই জনপ্রিয় নায়িকা? তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে টলিউডে। সিবিআই সূত্রে যে নায়িকার কথা বলা হয়েছে, তিনি একসময় টলিউডের এক নম্বর নায়িকা ছিলেন। এখনও টলিউডের একটা বড় জায়গা দখল করে রয়েছেন তিনি। এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই নায়িকা দু-একটি বলিউড সিনেমাও করেছেন। গুঞ্জন শুরু হয়েছে টালিগঞ্জে।