For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিনদুপুরে গ্যাং-ওয়ারে শহর কলকাতায় গুলিবিদ্ধ, দুই দুষ্কৃতীদলের লড়াইয়ে উত্তপ্ত এলাকা

ফের এন্টালিতে গ্যাং-ওয়ার। একটি নির্মীয়মান বিল্ডিংকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হন।

Google Oneindia Bengali News

ফের এন্টালিতে গ্যাং-ওয়ার। একটি নির্মীয়মান বিল্ডিংকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা থেকে উদ্ধার করা হয়েছে পিস্তল ও কার্তুজ। এন্টালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

দিনদুপুরে গ্যাং-ওয়ারে শহর কলকাতায় গুলিবিদ্ধ, দুই দুষ্কৃতীদলের লড়াইয়ে উত্তপ্ত এলাকা

তবে কলকাতার জোড়া গির্জা এলাকার সেন্ট জেমস স্কুলের পিছনেই এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছেন এলাকার দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে লড়াই। একদিকে পাপ্পুর দলবল, অন্যদিকে শারফুদ্দিনের দলবল সম্মুখ সমরে নামে। তোলা আদায়কে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। দিনদুপুরেই প্রকাশ্যে গুলি চলে।

অভিযোগ, সেন্ট জেমস স্কুলের পিছনে অবৈধভাবে চারতলা বিল্ডিং তুলছিল পাপ্পু। সেই নিয়েই শারফুদ্দিনের লোকজনের সঙ্গে তার বচসা বাধে। এর জেরেই দুপক্ষ গুলি চালায়। গুলির লড়াইয়ে অকজন গুলিবিদ্ধ হয়। গুলির লড়াইয়ের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রাই একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার করে। খবর দেওয়া হয় এন্টালি থানায়। তবে এন্টালির পুলিশ এলেও তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি উদ্ধার হওয়া পিস্তল ও কার্তুজ।

স্থানীয়রা বলেন, লালবাজার পুলিশের হাতেই আমরা তা তুলে দেব। কারণ এন্টালি থানার উপর তাঁদের কোনও ভরসা নেই। দুই দুষ্কৃতীরই যোগাযোগ রয়েছে থানার সঙ্গে।

English summary
A man is shot in gang-war of two groups at Entali of city Kolkata. Police recovers gun and cartridge,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X