For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বইমেলায় পুচকির সঙ্গে দেখা পিরলো, দান্তের

বইমেলায় পুচকির সঙ্গে দেখা পিরলো, দান্তের

Google Oneindia Bengali News

পুচকির সঙ্গে দেখা হয়ে গেল পিরলো , দান্তের। পিরলো ইতালির ফুটবলার , দান্তে শিল্পী। কিন্তু পুচকি কে? এই পুচকি সংগীতশিল্পী উপল সেনগুপ্ত সৃষ্টি। তিনি সাহিত্যিক দান্তে, খেলোয়াড় পিরলো এদের সঙ্গে দেখা করিয়েছেন পুঁচকিকে। দেখা হয়েছে কলকাতায় বইমেলায়। এই চিত্র দেখা গিয়েছে ইতালির কনসাল জেনারেল জিয়ানলুকা রুবাগোত্তির চেষ্টায়।

বইমেলায় পুচকির সঙ্গে দেখা পিরলো, দান্তের

আজ থেকে প্রায় ৭০০ বছর আগে মৃত্যু হয়েছিল দান্তের। মহান সাহিত্যিকের স্মরণে কলকাতা আন্তর্জাতিক বইমেলার ইতালিয় প্যাভিলিয়নে একটি চিত্র প্রদর্শনীর সূচনা হয়েছে। এতদিন সকলে উপল সেনগুপ্তকে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবেই জানতেন। জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর অন্যতম স্তম্ভ উপল। কিন্তু সঙ্গীতের পাশাপাশি অঙ্কনেও উপল যথেষ্ট পারদর্শী। উপলের আঁকা ছবিতেই বইমেলায় পুচকি এবং তার পোষ্য কুকির সঙ্গে দেখা গেল, কথা হল পিরলো দান্তের সঙ্গে। কিন্তু পুরোটাই কাল্পনিক, হাতে আঁকা।

প্রবল যোগী ঝড়ে FIR দায়ের সপা'র এই বিধায়কের বিরুদ্ধে! কারণ চমকে দেওয়ার মতোপ্রবল যোগী ঝড়ে FIR দায়ের সপা'র এই বিধায়কের বিরুদ্ধে! কারণ চমকে দেওয়ার মতো

এই প্রসঙ্গে প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজীব দে বলেন, "দান্তের মৃত্যুর ৭০০ বছর পূর্তির স্মরণে পুচকি এবং কুকির সঙ্গে দান্তে আলিগিয়েরির একটা কাল্পনিক কথোপকথন তৈরি করা হয়েছে। আমি মনে করি এই কমিকস্ খুব সহজে শিল্পের দেশ ইতালির সঙ্গে ভারতের এই অংশের মেলবন্ধন ঘটাবে। এর সাথে মানুষের কাছে ইতালীয় সংস্কৃতিতে পৌঁছে দেবে।"

বইমেলায় পুচকির সঙ্গে দেখা পিরলো, দান্তের

পুচকি আর তার পোষ্যকে আঁকার পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন উপল। ইনস্টাগ্রাম, ফেসবুকে সেটি জনপ্রিয় হয়। অনেকে শেয়ার করেন, নিজেরাও এঁকে পাঠান।পুচকির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু লিমেরিক শেয়ার করতেন উপল। যেমন, 'ধানক্ষেতে কাকতাড়ুয়াটা দাঁড়িয়ে, ভয় দেখিয়ে পাখিদের দিত তাড়িয়ে। ভয়টা গেল শেষে, যখন দেখল এসে, পুচকি দিয়েছে, ভরসার হাত বাড়িয়ে'। বইতে এসব কিন্তু নেই। কেন? উপলের মতে, "ভাবনাগুলো যদি বাউন্ড হয়, তাহলে লাভ কী। বরং যে যার নিজের মতো ভাবুন ছবি দেখে।তাই বইয়ে এই সব লিমেরিক নেই।"

২৩ সেপ্টেম্বর রাজারহাটে আর্টস একরে উদ্বোধন হয় ওই কমিকসের। তারপর থেকে বিভিন্ন জায়গা হয়ে বইমেলা ইতালি স্টল। পুচকি মলাটে এসেছে, আছে গান, আর প্রচুর খাওয়াদাওয়া।

English summary
a cartoon character puchki who is famous in Facebook meets Italian legends in book fair
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X