For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রমোদতরীতে যাওয়া যাবে কলকাতা থেকে ঢাকা, কিন্তু পথে রয়েছে জলদস্যু, বিস্তারিত জানুন

প্রমোদতরীতে কলকাতা থেকে ঢাকা যাওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে। কিন্তু তা বাস্তব হওয়ার পথে কিছু গুরুতর সমস্যা রয়েছে।

Google Oneindia Bengali News

কাঁটাতারের বেড়া ভাগ করে দিয়েছে দুই বাংলাকে। কিন্তু নদীর জল তো বেড়ে মানে না, সে বয়ে যায় দুই বাংলা দিয়েই। সেই নদী পথে প্রমোদ-তরীতে কলকাতা থেকে ঢাকা যাওয়ার বন্দোবস্ত হচ্ছে। উদ্যোগ নিয়েছে 'ভিভদ ক্রুজ' নামে কলকাতার এক সংস্থা। তবে হতে হতে এখনও ১ বছর অপেক্ষা করতে হবে। পরিকাঠামো, অনুমতি এরকম বিভিন্ন বিষয় সারা বাকি এখনও।

প্রমোদতরীতে যাওয়া যাবে কলকাতা থেকে ঢাকা

গঙ্গার বুকে নিয়মিত এবং ভাড়ায় প্রমোদ-তরী চালায় চালায় ভিভদ ক্রুজ। তারাই প্রমোদ-তরী কলকাতা থেকে ঢাকা ভ্রমণ আয়োজনের উদ্যোগ নিয়েছে। ১৩ রাত ১৪ দিনের সফরে গঙ্গার বুক দিয়ে প্রমোদ তরণী বয়ে যাবে সুন্দরবনের দিকে। দুই দেশে ভাগ হওয়া সেই গা ছমছমে ম্যানগ্রোভ অরণ্যে পেরিয়ে পড়বে বাংলাদেশের ব্যাক ওয়াটারে, সেখান থেকে ঢাকা। তারপর আবার একই পথে ফিরে আসা।

কিন্তু এই উত্তেজক ভ্রমণ চালুর পথে এখনও রয়েছে প্রচুর কাঁটা। গত একবছর ধরে চেষ্টা করেও এই যাত্রা চালু করতে পারা যায়নি। সমস্যাটা মূলত বাংলাদেশের তরফে। এমন নয় যে তারা আগ্রহী নয়, কারণ তারাও বুঝেছে, এত করে দুই দেশেরই আর্থিকভাবে লাভবান হওয়া আশা রয়েছে। কিন্তু কিছু প্রোটোকলগত সমস্যায় আটকে আছে তারা।

এখনও পর্যন্ত জলপথে কলকাতা থেকে বাংলাদেশের মোঙলা ও নারায়ণগঞ্জ পর্যন্ত মাল পরিবহনের অনুমতি রয়েছে। প্রোটোকল অনুযায়ী যাত্রী পরিবহন করতে গেলে যাত্রীবাহি জাহাজের জন্য আলাদা বন্দর গড়তে হবে তাদের। সেই সঙ্গে নিরাপত্তার খাতিরে কাস্টমস এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পদ্ধতির পরিকাঠামো গড়তে হবে।

তবে দুদেশের কাছেই যেটা প্রধান চ্যালেঞ্জ, তা হল যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। জলপথে কলকাতা থেকে ঢাকা যাওয়ার পথে সুন্দরবন পড়বে, যা কিনা জলদস্যুদের স্বর্গ হিসেবে পরিচিত। তাদের হাত থেকে যাত্রীদের নিরাপত্তা দিতে না পারলে এই জলপথের ভ্রমণ চালানো যাবে না।

English summary
There is a plan for Kolkata to Dhaka luxury cruise, but there are some serious roadblocks too.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X