For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসিকে নকল, বলের আঘাতে মর্মান্তিক মৃত্যু কলকাতার উঠতি ফুটবলারের

কলকাতায় মেসির এক অন্ধ-ভক্ত ও উঠতি ফুটবলার মেসির মতো করে গোল করতে গিয়ে বলের আঘাতে মারা গেলেন।

Google Oneindia Bengali News

মেসি বিদায় নিয়েছেন বিশ্বকাপের আসর থেকে। আর তাঁর খেলা অনুকরণ করতে গিয়ে দুনিয়া থেকেই বিদায় নিলেন তাঁর কলকাতার এক অন্ধ ভক্ত। গত মঙ্গলবার বেলঘড়িয়ার নিউ বাসুদেবপুরের বাসিন্দা ১৯ বছরের তরুণ ফুটবলার সাগর দাস বলের ঘায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন। বুধবার তাঁর মৃত্যু হয়।

মেসিকে নকল করতে গিয়ে মৃত্যু কলকাতার উঠতি ফুটবলারের

নিজের দেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও তুলতে পারেননি। তবু ভক্তদের মধ্য থেকে তাঁর আসন টলেনি। বেলঘড়িয়ার সাগর দাসও ছিলেন মেসি অন্তঃপ্রাণ। বিশ্বকাপের সব খেলা তিনি রাত জেগে দেখতেন। তবে কেবল দেখাই নয়, নিজেও ভাল ফুটবল খেলতেন সাগর। তাই বিশ্বকাপে মেসি ও অন্যান্য খেলোয়াড়দের খেলা দেখে তাদের স্কিল অনুকরণ করতে চেষ্টা করতেন নিজের খেলায়।

বেহালার দেশপ্রিয়নগর ব্যায়ামাগারের মাঠে মঙ্গলবার স্থানীয় দুই ক্লাবের খেলা ছিল। সেখানে সাগর ক্লাবের স্ট্রাইকার হিসেবে খেলছিলেন। ম্যাচে তিনি বিশ্বকাপে মেসির করা গোলের মতো গোল করতে গিয়েছিলেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে পরে যান। আর বলটি সজোরে এসে আঘাত করে তাঁর বুকে।

মাঠেই চেতনা হারান সাগর। ছুটে আসেন বাকি খেলোয়াড়রা। তাঁরা সাগরের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কাজ না হওয়ায় নিয়ে যাওয়া হয় কামারহাটি সাগর দত্ত মেডিকাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁকে আইসিইউ-তে রাখা হয়। কিন্তু সাগরের আর সংজ্ঞা ফেরেনি।

সাগরের এই অকাল মৃত্যুতে সাগরের পরিবারে তো বটেই পাড়া প্রতিবেশীদের মধ্যে ও তাঁর ক্লাবে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় ভাল ফুটবলার হিসেবে নাম ছিল সাগরের। শুধু ফুটবলার হিসেবেই নয়, সরল সাধাসিদে ছেলেটিকে ভালবাসতেন এলাকার সবাই। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না যে এই উঠতি ফুটবলারটি আর নেই।

English summary
A die-hard Messi fan and a rising footballer from Kolkata died after he tried to imitate a move of Messi to score a goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X