For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলন্ত অটোয় মায়ের কোল থেকে ছিটকে পড়ল শিশু, মর্মান্তিক দৃশ্য শহর কলকাতায়

চলন্ত অটোয় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দেড় বছরের শিশুর। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বরানগরের টবিন রোডে।

Google Oneindia Bengali News

চলন্ত অটোয় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দেড় বছরের শিশুর। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বরানগরের টবিন রোডে। এই ঘটনায় অভিযোগের তির অটো চালকের দিকে। অটোর বেপরোয়া গতির জন্যই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, শিশুটি ছিটকে পড়ার পর অটোচালক এগিয়ে গিয়ে গাড়িটি থামান। তারপর যাত্রীদের নামিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান।

চলন্ত অটোয় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু শিশুর

টবিন রোড ও বঙ্গলক্ষ্মী রুটের অটোয় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর মায়ের অভিযোগ, আমি বাড়ি ফিরছিলাম। বসেছিলাম সামনের সিটে। কোলে ছিল শিশুটি। হঠাৎ অটোটি গতি বাড়াতেই ছিটকে পড়ে। রেষারেযির জেরেই এই ঘটনা বলেও অভিযোগ। যদিও স্থানীয়দের অভিযোগ অটোটি স্বাভাবিক গতিতেই ছিল।

দুর্ঘটনার পরপরই পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান মৃত শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয়রা। মাত্র দেড় বছরের শিশুকে হারিয়ে মা শোকে মুহ্যমান। দুধের শিশুকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ তিনি। বছর খানের আগে সিঁথির মোড়ে এক শিশু চলন্ত অটো থেকে পড়ে গুরুতর জখম হয়েছিল। এবার মায়ের কোল থেকে পড়ে মৃত্যু ঘটল দেড় বছরের শিশু।

স্বাভাবিক গতিতে থাকলেও, অটো চালক দায় ঝেড়ে ফেলতে পারেন না একেবারে। সাবধানতার অভাব ছিল উভয় পক্ষেরই। সেইসঙ্গে বর্ষাকাল, রাস্তাঘাটে জল জমা, খারাপ অবস্থা, তার উপর গতি, রেষারেষি- সবই থাকে রাস্তায়। কিছুদিন এই অটো দৌরাত্ম্য বন্ধ ছিল। ফের অটোর দৌরাত্ম্য বেড়ছে শহর কলকাতায়।

এতদিন একের পর এক দুর্ঘটনায় কিছুদিন নজরদারি চালানো হয়েছিল। তখন অটোগুলো খানিক নিয়ম মেনে চলছিল এবং বন্ধ ছিল দুর্ঘটনা। ফের তারা বেপরোয়াভাবে চলতে শুরু করেছে। ফলে বাড়ছে দুর্ঘটনা। যে দুর্ঘটনায় পৃথিবীর আলো ভালো করে দেখার আগেই চলে যেতে হল এক দুধের শিশুকে।

English summary
A child is death in Auto accident to fell from his mother’s lap. This accident occurs at tobin road of Baranagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X