ষষ্ঠদফার থেকে সপ্তম দফায় কম কেন্দ্রীয় বাহিনী! কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন বিরোধীদের
রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচনে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এমনটাই জানিয়েছেন, রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ
পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। ষষ্ঠ দফায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে। সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ১২ মে ষষ্ঠ দফার নির্বাচনে ৭১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়েছিল।

রবিবার ১৯ মে রাজ্যের ৯ টি কেন্দ্রে ভোট। ভোট শান্তিতে ও নির্বিঘ্নে করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। প্রতিদফা ভোটের আগেই কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা জানানো হয় এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার কথা জানানো হয়। যদিও দিনের শেষে কমিশনের তরফে ভোট শান্তিতে করার কথা জানানো হলেও, বিরোধীদের তরফে ভুড়ি ভুড়ি অভিযোগ তোলা হয়।
ষষ্ঠদফার নির্বাচন শেষ হওয়ার পরেই নির্বাচন কমিশন বাঁকুড়ার জেলাশাসক উমাশঙ্করকে সরিয়ে দেয় কমিশন।
১২ মে রবিবার ষষ্ঠদফার ভোটের আগের রাতে রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে তৃণমূল ও বিজেপি, দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন।
রবিবার ১৯ মে যে নটি কেন্দ্রে ভোট সেগুলি হল, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। এদিন ৫১২ টি কুইক রেসপন্স টিম রাখা হবে বলে জানা গিয়েছে।