For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সভার নিয়ন্ত্রণ মমতার হাতেই! দেশের নিয়ন্ত্রণ কার হাতে স্বপ্ন দেখছে ব্রিগেড

এদিন ব্রিগেডের শুরু থেকে শেষ, বিভিন্ন রকমের কাটআউট চোখে পড়েছে অনেক। তবে তার প্রায় সবই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে।

  • |
Google Oneindia Bengali News

এদিন ব্রিগেডের শুরু থেকে শেষ, বিভিন্ন রকমের কাটআউট চোখে পড়েছে অনেক। তবে তার প্রায় সবই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। কাউআউটগুলিতে বার্তা রাজ্যের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় বড় দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এদিন সারাটা সময়ই মমতাকে মঞ্চে সভা নিয়ন্ত্রণ করতে দেখা গিয়েছে। সভার রাশ ছিল তাঁর হাতেই। তিনি ঘোষণা করেছেন একের পর এক বক্তার নাম।

সভার রাশ মমতার হাতে

সভার রাশ মমতার হাতে

সভার রাশটা ছিল তাঁর হাতেই। একেবারে নিয়ন্ত্রকের ভূমিকায়। দিদির সমর্থকরা এই ছবি দেখে ধরেই নিয়েছেন ভোটে জিতে প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শরিকদলগুলিকে নিয়ন্ত্রণের প্রাথমিক প্রস্তুতি তিনি এভাবেই সেরে রাখলেন।

'দুর্গা' মমতা

'দুর্গা' মমতা

বিভিন্ন প্রকল্পে রাজ্যে সাফল্যের দাবি করে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। এর মধ্যে একটি পোস্টার বিশেষ করে উল্লেখযোগ্য। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলে দেখানো হয়েছে। রাজ্যে ৪২-এ ৪২-এর দাবি করা হয়েছে। সেই পোস্টারে। একদিনের পাঁচ হাতে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী,
শিশু সাথী এবং গতিরাদা রয়েছে। অন্যদিকের হাতগুলিতে রয়েছে যুবশ্রী, রূপশ্রী, গীতাঞ্জলি, খাদ্যসাথী এবং মানবিক।

দেশের ভবিষ্যত তৃণমূল

একটি বড় পোস্টারের নিচে লেখা, ব্রিগেডের একতা। মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতীক। লেখা দেশের ভবিষ্যত। জেলা থেকে আনা অপর পোস্টারে দেখা গিয়েছে লেখা, চলো পাল্টাই, এবার চলো দিল্লি।

English summary
42/42, Let's Go To Delhi Now: 'Durga' Mamata Banerjee's Cutout In Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X