For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাফিক পুলিশের কথা মাথায় রেখে শহরে বসতে চলেছে ৪০টি বায়ো–টয়লেট

Google Oneindia Bengali News

কলকাতার যানজট সামলানোর জন্য কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকে দীর্ঘক্ষণ রাস্তাতেই কাটাতে হয়। কিন্তু অনেকসময়ই ট্রাফিক গার্ডের কাছে শৌচালয় না থাকার জন্য সমস্যায় পড়তে হয় সিভিক পুলিশ থেকে শুরু করে ট্রাফিক সার্জেন্টদের। তাই কলকাতা পুলিশ এবার সিদ্ধান্ত নিয়েছে যে গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বায়ো–টয়লেট বসানো হবে। যার ফলে ট্রাফিক পুলিশরা প্রাত্যহিক ক্রিয়া খুব সহজেই সারতে পারবেন এবং যানজটও সামলাতে পারবেন।

শহরে বসতে চলেছে ৪০টি বায়ো–টয়লেট


সম্প্রতি পুলিশ কমিশনার অনুজ শর্মা এক বৈঠকের আয়োজন করেছিলেন। যেখানে তিনি নির্দেশ দেন যে ট্রাফিক সিগন্যালের কাছে ৪০টি বায়ো–টয়লেট বসানো হবে। প্রসঙ্গত, ২০১৭ সালে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা পুলিশকে বায়ো–টয়লেট দিয়েছিল, কিন্তু তার মধ্যে বেশিরভাগই ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে, রক্ষণা বেক্ষণের অভাবে। এ ধরনের শৌচালয় ফের শহরে ফিরতে চলেছে।

অনুজ শর্মা বলেন, '‌বায়ো–টয়লেট ট্রাফিক পুলিশদের অনেকটাই সহায়তা করবে। রাষ্ট্রপুঞ্জের স্বচ্ছ পরিবেশের লক্ষ্যে পৌঁছানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’‌ কলকাতা পুলিশ জানিয়েছে, বায়ো–শৌচালয় বসানোর কারণ হল ট্রাফিক সিগন্যালের কাছে যথাযথ জায়গা নেই শৌচালয় তৈরি করার। বায়ো–টয়লেট জঞ্জাল অপসারণের ঐতিহ্যগতভাবে বিকল্প ব্যবস্থা। বর্তমানে অধিকাংশ ট্রাফিক গার্ডই পাশের কোনও হোটেল বা রেস্তোরাঁর শৌচালয় ব্যবহার করেন।

বায়ো–শৌচালয় প্রযুক্তি নিয়ে কর্মরত অনির্বান মুখার্জি জানান, প্রত্যেকটি বায়ো–টয়লেট বক্সের দাম পড়বে ২০ থেকে ২৫ হাজার টাকা। প্রতিটি বক্সে থাকবে ২০০ লিটার জলের ট্যাঙ্ক, মোবাইল চার্জ দেওয়ার জায়গা ও অন্যান্য সুবিধা।

English summary
Recently, the police commissioner Aunj Sharma held a meeting where he gave a nod to the installation of 40 bio-toilets near the traffic signals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X