For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ টি সেরা কাজ! পুরস্কারে তাক লাগাল মমতার বাংলা

ফের সেরার শিরোপা। তবে এবার শুধু আর একটি প্রকল্প কিংবা কাজের জন্য নয়। রাজ্যে চালু ৩১ টি প্রকল্পকে সামগ্রিকতা ও অভিনবত্বের বিচারে পুরস্কৃত করেছে স্কচ ফাউন্ডেশন।

  • |
Google Oneindia Bengali News

ফের সেরার শিরোপা। তবে এবার শুধু আর একটি প্রকল্প কিংবা কাজের জন্য নয়। রাজ্যে চালু ৩১ টি প্রকল্পকে সামগ্রিকতা ও অভিনবত্বের বিচারে পুরস্কৃত করেছে স্কচ ফাউন্ডেশন। এর আগে আর কখনও রাজ্যের এতগুলি প্রকল্প একসঙ্গে পুরস্কার পায়নি। অন্যদিকে, স্কচ ফাউন্ডেশনের কাছেও পুরস্কারের নিরিখে এটা একটা রেকর্ড।

৩১ টি সেরা কাজ! পুরস্কারে তাক লাগাল মমতার বাংলা

অর্থ, নগরোন্নয়ন, গ্রামোন্নয়ন, পর্যটন, তথ্য সংস্কৃতি দফতর পেয়েছে স্কচ ফাউন্ডেশনের স্টেট অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে রাজ্য। পাঁচটি বিভাগে এসেছে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড। ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার প্রকল্পে স্বাস্থ্য দফতর, কলকাতায় গ্রিন জোনের জন্য নগরোন্নয়ন দফতর, গতিধারা প্রকল্পের জন্য পরিবহন দফতর-সহ ১২ টি বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা। কর্মীবর্গ প্রশাসনিক দফতর এবং ই-গভর্ন্যান্স দফতরও পুরস্কার পেয়েছে।
রাজ্যের মধ্যে কয়েকটি জেলাও আলাদা আলাদা করে পুরস্কার পেয়েছে। এর মধ্যে রয়েছে বৃক্ষ পাট্টা প্রকল্পে পূর্ব বর্ধমান, গ্রামীণ কর্মসংস্থানে কোচবিহার, মহিলাদের ক্ষমতায়নে দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি জেলা পেয়েছে সিলভার অ্যাওয়ার্ড।

উন্নয়নের নিরিখে রাজ্যের ঝুলিতে আরও পুরস্কার। পুরস্কার পাওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারের প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শাসক মহলের মত উন্নয়নের জন্যই পুরস্কার পেয়েছে রাজ্য। আর এই পুরস্কার দিয়েই বিরোধীদের যাবতীয় অভিযোগ ভোঁতা করা যাবেই মনে করছে শাসকদল।

English summary
31 projects of West Bengal got Skoch Foundation Awards for the year 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X