For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি নেত্রীর ছেলেকে খুঁজতে বেলডাঙাতে পুলিশ! এসিপিকে মারধরের ঘটনায় ধৃত তিন

বিজেপির নবান্ন অভিযানের বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও ঘটনায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ। একেবারে ফুটেজ দেখে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আজ শনিবার নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন কলকাতা পুলিশের

  • |
Google Oneindia Bengali News

বিজেপির নবান্ন অভিযানের বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও ঘটনায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ। একেবারে ফুটেজ দেখে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আজ শনিবার নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধর করা হয়।

সেই ঘটনাতেই এদিন নতুন করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিজেপি নেত্রীর ছেলের খোঁজে বেলডাঙাতে হানা দিল কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

লালবাজারের পুলিশের অভিযান

লালবাজারের পুলিশের অভিযান

বেলডাঙায় আজ শনিবার সকাল থেকে লালবাজারের পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। গত ১৩ই সেপ্টেম্বর লালবাজারের নবান্ন অভিযানে সময় বেলডাঙার বিজেপি কর্মী পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সেই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আর সেই তদন্তের সূত্রেই বেলডাঙাতে আধিকারিকরা। জানা গিয়েছে বেলডাঙা পুর-এলাকার ১৩নং ওয়ার্ডের বিজেপি পুর সদস্য সান্তনা ঘোষের ছেলে শুভজিত ঘোষ ওরফে রনি নামে পরিচিত। সে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত বলে জানা গিয়েছে।

রনিকে হাতেনাতে ধরতে পারিনি পুলিশ।

রনিকে হাতেনাতে ধরতে পারিনি পুলিশ।

যদিও রনিকে হাতেনাতে ধরতে পারিনি পুলিশ। তার আগেই পালিয়ে যায় বলে জানা যাচ্ছে। যদিও বিজেপি নেতার মায়ের দাবি, পুলিশ যে ছবি দেখাচ্ছে সে তাঁর ছেলে নয়। আর বেশ কয়েকদিন ধরেই ছেলে বাইরে রয়েছে বলেও জানিয়েছেন সান্তনা ঘোষ। যদিও পুলিশের দাবি একেবারে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়েছে। এমনকি এলাকার মানুষজন বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

আরও তিনজনকে গ্রেফতার করা হয়

আরও তিনজনকে গ্রেফতার করা হয়

অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধরের ঘটনায় এদিন আরও তিনজনকে গ্রেফতার করা হয়। দত্তপুকুর থেকে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেগতার করা হয়েছে বলেই খবর। এই নিয়ে পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৯। অন্যদিকে আজ দেবজিত চট্টোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দীর্ঘক্ষণ ওই পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন বলে জানা যাচ্ছে।

শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তবে এদিন বিজেপির ফ্যাক্ট কমিটির কলাকাতা সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাংলায় জঙ্গলরাজ চলছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। যদিও পালটা এই বিষয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, হাস্যকর দাবি বিজেপির। ওদের রাজ্যেই এসব চলছে। অমিত শাহের দফতর বলছে কলকাতা নিরাপদ তম শহর। আর কেন্দ্রীয় টিম তারই বিরোধিতা করছে। ওরা রিপোর্ট পরে দেখুক। ওরা কী বলছে তার গুরুত্ব নেই। ত্রিপুরা গুন্ডামি সেরা। উত্তরপ্রদেশে মহিলা নির্যাতনে প্রথম বলে দাবি তৃণমূলের।

English summary
3 more arrested, police search BJP leader's son in Beldanga for allegation of beating police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X