For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মঘটের ২য় দিনে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি! যাদবপুরে ফের গ্রেফতার সুজন

বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং আইএনটিইউসি-সহ বিভিন্ন সংগঠনের সমর্থনে দেশজুড়ে ধর্মঘটের ২য় দিন।

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং আইএনটিইউসি-সহ বিভিন্ন সংগঠনের সমর্থনে দেশজুড়ে ধর্মঘটের ২য় দিন। বুধবার সকালে যাদবপুরে আগের দিনের মতোই পরিস্থিতি। ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। রাস্তা থেকে ধর্মঘটীদের সরিয়ে দিতে গেলেই গণ্ডগোল শুরু হয়ে যায়। মঙ্গলবারের মতোই বুধবারেও গ্রেফতার করা হয় সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীকে। একাধিক জায়গায় রেল অবরোধ হয়েছে এদিন।

যাদবপুরে বিক্ষিপ্ত সংঘর্ষ

ধর্মঘটের দ্বিতীয় দিনের সকালে যাদবপুরে এইটবি বাসস্ট্যান্ডে ধর্মঘট সমর্থনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। ঠিক আগের দিনের মতোই। পরে সুজন চক্রবর্তীকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ৮বি বাসস্ট্যান্ডের পাশের গলিতে মিছিল আটকায় পুলিশ। এলাকা খালি করে দেয় পুলিশ।

রেল অবরোধ

রেল অবরোধ

এদিন সকালে বর্ধমান শাখার নিমো, শিয়ালদহ-রানাঘাট শাখার শিমুরালিতে অবরোধ করেন ধর্মঘটীরা। শিমুরালিতে তৃণমূল সমর্থকরা পুলিশকে সঙ্গে করে ধর্মঘটীদের তুলে দেয়।
ধর্মঘটীদের অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এদিন সকাল থেকে লক্ষ্মীকান্তপুররনাখানা লাইনে ব্যাহত ট্রেন চলাচল। ট্রেন চলাচল ব্যাহত হয় ডায়মন্ডহারবার লাইনেও। ওভারহেজ তারে একাধিক জায়গায় ধর্মঘটীরা কলাপাতা ফেলে বলে অভিযোগ।

রাস্তায় বেসরকারি বাস কম

রাস্তায় বেসরকারি বাস কম

রাস্তায় সরকারি বাস প্রচুর সংখ্যায় থাকলেও সেগুলি অন্য ব্যস্ত দিনের থেকে ফাঁকা। অন্যদিকে রাস্তায় বেসরকারি বাস সংখ্যায় কম নেমেছে।

 ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মঘটের প্রভাব

ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মঘটের প্রভাব

৪৮ ঘন্টার ধর্মঘটের দ্বিতীয় দিনে প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বন্ধ বেশিরভাগ জুটমিল। জগদ্দল, কাঁকিনাড়ায় বন্ধ অধিকাংশ জুটমিল।

English summary
2nd day of 48 hour Strike starts in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X