For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫টি মাইক্রো-কনটেনমেন্ট জোনের ঘোষণা! ১৫ তারিখের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের টার্গেট ফিরহাদের

২৫টি মাইক্রো-কনটেনমেন্ট জোনের ঘোষণা! ১৫ তারিখের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের টার্গেট ফিরহাদের

  • |
Google Oneindia Bengali News

দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। চিকিৎসকদের একাংশের মতে, থার্ড ওয়েভের আঘাত ইতিমধ্যেই বাংলায় শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে আগেই সতর্ক করেছিল স্বাস্থ্য ভবন। তাহলে স্বাস্থ্য ভবনের করা পূর্বাভাসই সত্যি হতে চলেছে? তেমনটাই ইঙ্গিত দিচ্ছেন চিকিৎসকরা। তাঁদের মতে, এভাবে যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে প্রত্যেকদিন গড়ে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হবেন। যদিও পরিস্থিতি দ্রুত সামলাতে ময়দানে নেমে পড়েছে রাজ্য সরকার।

দফায় দফায় বৈঠক

দফায় দফায় বৈঠক

সবথেকে খারাপ অবস্থা কলকাতার। প্রত্যেকদিন গড়ে এখানে প্রায় কয়েক হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। শুধু করোনা নয়, কলকাতায় করোনার নয়া এই ভ্যারিয়েন্টের গোষ্ঠী সংক্রমণ পর্যন্ত ঘটতে পারে বলে অনুমান। সেদিকে তাকিয়ে পথে নেমেছে কলকাতা পুরসভা। খোদ ফিরহাদ হাকিম প্রত্যেকদিন পুরসভার চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছেন। কোন পথে পরিস্থিতি নিয়ন্ত্রন? সেই সংক্রান্ত রণকৌশল ঠিক হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল।

মাইক্রো কনটেনমেন্ট জোনের ঘোষণা

মাইক্রো কনটেনমেন্ট জোনের ঘোষণা

ফের কলকাতায় ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। ২৫টি মাইক্রো-কনটেনমেন্ট জোনের ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। আজ সোমবার থেকেই নিয়া এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। মেয়র জানিয়েছেন, কোনও আবাসন কিংবা পরিবারে ৪-৫ জন আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট হিসাবে ওই আবাসন কিংবা বাড়িকে ঘোষণা করা হবে। তবে এলাকা ভিত্তিক কোনও কনটেনমেন্ট জোন করা হচ্ছে না বলে কলকাতা পুরসভা সুত্রে জানা যাচ্ছে।

১৫ তারিখের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রন!

১৫ তারিখের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রন!

সর্বস্তরে কাজ হচ্ছে। মাঠে নেমে কাজ হচ্ছে। চলতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনের টার্গেট নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ। আর এজন্যে সর্বস্তরে সচেতনতামূলক প্রচার চলবে বলে জানানো হয়েছে। এছাড়াও বাজার থেকে শুরু করে সর্বত্র পুরসভার তরফে স্যানিটাইজেশনের কাজ হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দ্রুত মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজও চলবে বলেও জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র।

কড়া মুখ্যমন্ত্রী

কড়া মুখ্যমন্ত্রী

করোনা নিয়ে আগে থেকেই কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই কনটেনমেন্ট জোন করার কথা জানিয়েছিলেন তিনি। সেই মতো স্বাস্থ্য আধিকারিক, ফিরহাদ হাকিমকেও বিষয়টি দেখতে বলেন। গত কয়েকদিন ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে এই ঘোষণা করা হয়।

English summary
25 micro containment zone in kolkata, announces Mayor Firhad Hakim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X