For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে রাজনৈতিক হিংসা ও পুলিশি আক্রমণের অভিযোগ বিজেপির! দিল্লির গণ শুনানিতে ২৩ টি পরিবার

রাজ্যে রাজনৈতিক হিংসার পাশাপাশি পুলিশি আক্রমণের শিকার হওয়ার অভিযোগ উঠে আসতে চলেছে জাতীয় আঙিনায়। দিল্লিতে মানবাধিকার সংগঠনেরদ্বারস্থ পুরুলিয়া, দাড়িভিটের মতো অন্তত ২৩টি পরিবার।

Google Oneindia Bengali News

রাজ্যে রাজনৈতিক হিংসার পাশাপাশি পুলিশি আক্রমণের শিকার হওয়ার অভিযোগ উঠে আসতে চলেছে জাতীয় আঙিনায়। দিল্লিতে মানবাধিকার সংগঠনের দ্বারস্থ পুরুলিয়া, দাড়িভিটের মতো অন্তত ২৩টি পরিবার। যার মধ্যে অবশ্যই রয়েছে বিজেপি।

রাজ্যে রাজনৈতিক হিংসা ও পুলিশি আক্রমণের অভিযোগ! দিল্লি যাচ্ছে ২৩ টি পরিবার

পুরুলিয়ার বলরামপুরে নিহত ২ বিজেপি কর্মী, উত্তর দিনাজপুরের দাড়িভিটে গুলিতে নিহত দুজনের পরিবার সহ সবমিলিয়ে ২৩ টি পরিবার দিল্লির পথে রওনা হয়ে গিয়েছে।

বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে গণ শুনানির ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সুষমা স্বরাজের। উপস্থিত থাকবেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি।

সূত্রের খবর অনুযায়ী, গোটা ঘটনা সম্পর্কে জানার পর, পরিবারের অভিযোগ শোনা হবে। এরপর যাতে দ্রুত বিচার মেলে তার জন্য চেষ্টা করবে ওই মানবাধিকার সংস্থা। এর পাশাপাশি পরিবারগুলিতে সহায়তা করা হবে বলেও জানা গিয়েছে। পরিবারগুলির দাবি সিআইডি নয়, সিবিআই তদন্ত হোক।

English summary
23 families from West Bengal are going to Delhi to explain attack and police atrocities in the state. They will meetat Constitution club in Delhi. BJP is behild this programme.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X