For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি দফতরে ১৫ বছরের পুরনো গাড়ির ওপর নিষেধাজ্ঞা, নির্দেশ জারি পরিবহন দফতরের

সরকারি দফতরে ১৫ বছরের পুরনো গাড়ির ওপর নিষেধাজ্ঞা, নির্দেশ জারি পরিবহন দফতরের

Google Oneindia Bengali News

বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে সরকারি দফতরে ১৫ বছরের বেশি পুরনো গাড়ি আর চলবে না। এমনই নির্দেশ এসেছে রাজ্য পরিবহন দফতর থেকে। সূত্রের খবর, পুলিশ এবং পুরনিগম সহ সরকারি সব দফতরকেই বলা হয়েছে এ বছরের শেষ সব পুরনো গাড়ি বাতিল করার জন্য। পরিবহন দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, '‌যানবাহনের জন্য শহরে বেড়ে যাওয়া দূষণ রোধ করাই আমাদের লক্ষ্য। আদালতের নির্দেশও রয়েছে এ ব্যাপারে। কিন্তু এই নির্দেশ শুধুমাত্র আদালতের রায়কে মনে করিয়ে দেওয়া, যাতে সুষ্ঠুভাবে সব হতে পারে।’‌

সরকারি দফতরে ১৫ বছরের পুরনো গাড়ির ওপর নিষেধাজ্ঞা, নির্দেশ জারি পরিবহন দফতরের


১০ বছর আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে শহরে ১৫ বছরের বেশি পুরনো গাড়ি চলবে না। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও এই নির্দেশ কার্যকর। সূত্রের খবর, শহরে এখনও এক লক্ষেরও বেশি গাড়ি ১৫ বছরের পুরনো এবং তা আদালতের নির্দেশকে উপেক্ষা করেই চলছে। এই নির্দেশের পরই নড়েচড়ে বসেছে সরকারি দফতরগুলি। যার মধ্যে পুলিশ বিভাগ প্রায় ৮০টি পুরনো গাড়িকে বাতিল করেছে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগও তাদের ৪০টি ১৫ বছরের পুরনো গাড়িকে বসিয়ে দিয়েছে। পরিবহন দপ্তরের নিজস্ব বিভাগেও যাতে এই নির্দেশ পালন করা হয়, তাও দেখা হচ্ছে।

রাজ্য সরকার মুখ বাঁচাতে এই পদক্ষেপ করেছে বলে দাবি স্থানীয় এক পরিবেশ কর্মীর। তিনি বলেন, 'দিল্লির তুলনায় কম যানবাহন থাকা সত্ত্বেও কলকাতার বায়ু মানের সূচকটিও বেশ খারাপ। এখন যেহেতু লোকেরা কেবল দূষণের কথা বলছে, এই জাতীয় চিঠিগুলি পরিবহন বিভাগের জন্য সম্মান বাঁচানোর মতো।’‌ প্রত্যেক বছর শীতের সময় খড় পোড়ানোর কারণে দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যায়, সেখানে কলকাতায় পরিবহনের কারণেই দূষণের সৃষ্টি হয়।

English summary
Kolkata's air quality index, despite having fewer vehicles than Delhi, is also worse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X