For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের গ্রিন সিটি মিশনের আওতায় এবার ১১০ টি পুরসভা ও সমস্ত পৌরনিগম

রাজ্যের গ্রিন সিটি মিশনের আওতায় এবার ১১০ টি পৌরসভা ও সমস্ত পৌরনিগম

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের গ্রিন সিটি মিশনের জন্য এবার বড়সড় ঘোষণা করতে দেখা গেল রাজ্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান রাজ্য জুড়ে ১১০ টি পৌরসভা এবং সমস্ত পৌর নিগমকে এখন থেকে গ্রিন সিটি মিশনের আওতায় আনা হচ্ছে।

গ্রামীণ অঞ্চলে কার্বন নি:সরণ রুখতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা

গ্রামীণ অঞ্চলে কার্বন নি:সরণ রুখতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা

পাশাপাশি এই প্রকল্পে বায়ু মান যাচাইয়ের জন্য ৫৮টি পৌরসভায় পর্যবেক্ষণ ব্যবস্থাও স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ হাকিম জানান কীভাবে তার বিভাগ পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ অঞ্চলে কার্বন নিঃসরণের হার হ্রাস করতে গ্রিন সিটি মিশনের অধীনে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।

উঠে আসে ‘প্রকৃতি তীর্থ’ প্রকল্পের কথাও

উঠে আসে ‘প্রকৃতি তীর্থ’ প্রকল্পের কথাও

মেয়র এদিন আরও উল্লেখ করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবুজের পরিমাণ বাড়ানোর জন্য রাজারহাটে ৪৮০ একর জমিতে 'প্রকৃতি তীর্থ' স্থাপন করা হয়েছে। কার্বন নিঃসরণের হার কমাতে সমস্ত পৌরসভায় এলইডি লাইট লাগানো হচ্ছে।

সমালোচনা করেন কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের

সমালোচনা করেন কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের

পাশাপাশি মন্ত্রী এদিন আরও বলেন, রাজ্যের সরকার বরাবরই কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের বাইরে থেকেছে। কারণ এই প্রকল্পে শুধুমাত্র সল্টলেক, দুর্গাপুর আর কলকাতার কিছু অংশের কথা বাদে আর কোনও শহরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রীন সিটি মিশনের ঘোষণা করেছিল যাতে রাজ্য জুড়ে সমস্ত বড় শহর এবং শহরতলিতে একটি বিস্তৃত উন্নয়ন ঘটানো যায়।

English summary
Firhad Hakim give major announcement in Green City Mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X