For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেসরকারিকরণের প্রতিবাদে ২২ আগস্ট দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ১০ লক্ষাধিক কর্মী এবার ধর্মঘটে সামিল হচ্ছেন।

  • |
Google Oneindia Bengali News

২২ আগস্ট মঙ্গলবার ফের দেশজুড়ে অচল হবে ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ১০ লক্ষাধিক কর্মী এবার ধর্মঘটে সামিল হচ্ছেন। শুধু বেসরকারিকরণই নয়, সংস্কারমূলক আরও বেশ কিছু দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

সর্বভারতীয় ব্যাঙ্ককর্মী সংগঠনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালাম জানিয়েছেন, শেষ পাঁচ বছরে এসবিআই প্রায় ৯৩ হাজার কোটি টাকার ঋণ ফেরত না পাওয়ায় ব্যাঙ্কগুলির সম্পদ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সমস্যার সমাধান না হলে সংকট তীব্রতর হবে। সমস্যার সমাধান না হলে আগামী ১৫ সেপ্টেম্বর এক পদযাত্রার আয়োজন করা হবে। এরপর অক্টোবর ও নভেম্বরে বৃহত্তর আন্দোলনে যাবে ব্যাঙ্ক সংগঠনগুলি।

বেসরকারিকরণের প্রতিবাদে ২২ আগস্ট দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

শুক্রবার ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন, ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিআই), প্রধান শ্রম কমিশনার ও অর্থ পরিষেবা দফতর (ডিএফএস)-এর মধ্যে আলোচনা ব্যর্থ হয়। তারপরই শনিবার ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত পাকাপাকিভাবে জানিয়ে দেওয়া হয়। ন'টি ইউনিয়ন একত্র হয়ে এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।

আইবিআই ও ডিএফএস কর্মকর্তারা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। তাঁদের আর্জি ছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অদূর ভবিষ্যতে বেসরকারিকরণের কোনও সম্ভাবনা নেই। তাই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পক্ষে মত দেন তাঁরা। কিন্তু সেই দাবি মেনে নেওয়া হয়নি সংগঠনগুলির পক্ষ থেকে।

English summary
10 lakh officials call bank strike on August 22 to protest of privatization.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X