For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ক্যানসার চিকিৎসায় আর্থিক ও কৌশলগত সহায়তার প্রস্তাব দিতে পারে জাপান

Google Oneindia Bengali News

ভারতে ক্যানসার চিকিৎসায় আর্থিক ও কৌশলগত সহায়তার প্রস্তাব দিতে পারে জাপান
নয়াদিল্লি, ২8 জুন : স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষ করে ক্যানসার নিয়ে গবেষণা ও চিকিৎসা পদ্ধতিতে কৌশলগত ও আর্থিক সহায়তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন টোকিও সফরের অন্যতম মূল আলোচনার বিষয় হতে পারে। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের আধিকারিক এবং প্রতিষ্ঠিত শিল্পপতিরা অন্তত এমনটাই মনে করছেন।

জাপানের স্বাস্থ্য ক্ষেত্রের ২০ সদস্যের এক প্রতিনিধি দল ভারতে এসে সম্ভাব্য ক্ষেত্র ও সহায়তার বিষয়টি খতিয়ে দেখছেন। প্রতিনিধিদল ইতিমধ্যেই এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস) পরিদর্শন করেছেন। এবং সে বিষয়ে সহযোগিতার সম্ভাবনা বিশেষত ক্যানসার ক্ষেত্রে গবেষণা ও চিকিৎসা নিয়ে আলোচনা করেছেন।

এইমস-এর এক শীর্ষ আধিকারিক যিনি ওই আলোচনায় অংশ নিয়েছিলেন, জানিয়েছেন, ক্যানসার নিয়ে গবেষণা ও চিকিৎসায় সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন জাপানের প্রতিনিধি দল। তাঁরা জানতে চেয়ছেন কোন কোন জায়গায় নজর দিলে তফাৎ গড়া যেতে পারে। নতুন সেন্টার খোলা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য একাধিক সম্ভাবনা আলোচনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদীর জাপান সফরের সময় এসংক্রান্ত একাধিক চুক্তি ঘোষণা হতে পারে

কেন্দ্রীয় সরকারের তরফে ঝাইঝড় এইমস-এ ন্যাশনাল ক্যানসার ইনস্টিটউট গঠনের প্রকল্প রয়েছে। যার আনুমানিক খরচ বরাদ্দ করা হয়েছে ২,০৩৫ কোটি টাকা। জাপানের ফাউন্ডেশন ফর ক্যানসার রিসার্চের ম্যানেজিং ডিরেক্টর তাকাহিরো ওটা যিনি এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন, এই প্রকল্পে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

শুধু এইমস নয়, জাপানের প্রতিনিধি দল রকল্যান্ড হাসপাতাল পরিদর্শনেও যান। সেখানকার প্রসাসনিক আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন তারা। ভারত-জাপান যৌথ উদ্যোগে ক্যানসার স্ক্রিনিং এবং চিকিৎসার উন্নয়নে কতটা কী করার সম্ভাবনা রয়েছে সে বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা। মোদীর জাপান সফরের সময়েই এই সংক্রান্ত গুরুত্বপূণ বেশ কিছু ভারত-জাপান চুক্তি ঘোষণা করা হতে পারে বলে মনে করছে প্রধানমন্ত্রী অফিসের আধিকারিকরা।

জুলাই মাসের প্রথমেই নরেন্দ্র মোদীর জাপান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বাজেটের কারণে সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের শুরুতে জাপান সফরে যেতে পারেন নরেন্দ্র মোদী।

English summary
Japan may offer technology, funds for cancer treatment in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X