For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিম্বাবোয়ের প্রথম রাষ্ট্রপতি রবার্ট মুগাবে প্রয়াত

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন জিম্বাবোয়ের প্রাক্তন সর্বাধিনায়ক রবার্ট মুগাবে।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন জিম্বাবোয়ের প্রাক্তন সর্বাধিনায়ক রবার্ট মুগাবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। জিম্বাবোয়ে স্বাধীন হওয়ার পর থেকে তিনি একচ্ছত্রভাবে বেশ কয়েক দশক দেশ শাসন করেছিলেন। পরে নানা কারণে তাঁকে সরে দাঁড়াতে হয়।

জিম্বাবোয়ের প্রথম রাষ্ট্রপতি রবার্ট মুগাবে প্রয়াত

গত এপ্রিল মাস থেকেই নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন মুগাবে। সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন তাঁর পরিবারের তরফে প্রয়াণের খবর জানানো হয়।

১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন রোডেসিয়ায় জন্মগ্রহণ করেন মুগাবে। প্রায় চার দশক তিনি জিম্বাবোয়ের একচ্ছত্র শাসক ছিলেন।
ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ১৯৮০ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। তারপর ১৯৮৭ সালে তিনি সমস্ত আইনকে একপাশে সরিয়ে রেখে নিজের দেশের রাষ্ট্রপতি হয়ে যান।

মুগাবেকে 'দ্য ক্রোকোডাইল' বলে ডাকা হতো। শাসনের প্রথম দশকে তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন কৃষ্ণাঙ্গদের শিক্ষা, স্বাস্থ্যের বিষয়ে নজর দেওয়ায়। পরে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার দায় নিয়ে তাঁকে সরে যেতে হয়েছে।

English summary
Zimbabwe's founding father and former President Robert Mugabe dies at 95
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X