For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাকা সফরে রাজনাথ! জঙ্গি কার্যকলাপ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা

বাংলাদেশের মাটিকে কোনও জঙ্গি কার্যকলাপের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে। ফের একবার একথা জানিয়েদিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের মাটিকে কোনও জঙ্গি কার্যকলাপের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে। ফের একবার একথা জানিয়েদিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ।

ঢাকা সফরে রাজনাথ! জঙ্গি কার্যকলাপ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা

নিজের সরকারি বাসভবন গণভবনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। একইসঙ্গে কোনও সমস্যা প্রতিবেশীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের ওপরও জোর দিয়েছেন তিনি।

সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়েছে বলেও উদাহরণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দ্বিপাক্ষিক নানা ইস্যুতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজশাহির সারদহতে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অনুষ্ঠানে, সন্ত্রাসবাদ নিয়ে পদক্ষেপে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন রাজনাথ সিং। দুদেশ একসঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে বলেও জানিয়েছেন রাজনাথ সিং। এলাকার শান্তি, সুরক্ষা এবং উন্নয়নের প্রশ্নে দুদেশের মধ্যে সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন রাজনাথ সিং।

রাজনাথ সিং বলেন, চরমপন্থীরা শুধু ভারত কিংবা বাংলাদেশে নয়, পুরো অঞ্চল জুড়েই সক্রিয় রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত বাংলাদেশের মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন রাজনাথ সিং।

তিনদিনের সফরে ঢাকায় গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার সেখানে তিনি বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

দুদেশের মধ্যে আলোচনায় উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গও। শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে ভারত প্রতিশ্রুতি বদ্ধ বলে জানিয়েছেন রাজনাথ সিং।

English summary
Zero tolerance for terrorism, Bangladesh PM assures Indian Home Minister in Dhaka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X