For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি হাফিজকে মোক্ষম জবাব পাক-জনতার!নির্বাচনী আঙিনায় তার দলের ফলাফল কেমন জানেন

২৬/১১ এর মুম্বই দেখেছিল রক্ত বন্যা। একের পর এক জায়গায় পাক মদত পুষ্ট জঙ্গিদের হামলায় সেই অভিশপ্ত রাতে কেবল বেড়েই চলেছিল মৃতের সংখ্যা।

  • |
Google Oneindia Bengali News

২৬/১১ এর মুম্বই দেখেছিল রক্ত বন্যা। একের পর এক জায়গায় পাক মদত পুষ্ট জঙ্গিদের হামলায় সেই অভিশপ্ত রাতে কেবল বেড়েই চলেছিল মৃতের সংখ্যা। আর এই রক্তাক্ত অধ্যায়ের নির্মাতা ছিল পাকিস্তানে বহাল তবিয়তে বসে থাকা জামাত-উদ-দাওয়া প্রধান জঙ্গি নেতা হাপিজ সইজ। ২০১৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে সেই হাফিজের দল 'আল্লাহ-ও-আকবর তেহরিক' অংশ নেয় । বিশ্বের অন্যকম কুখ্যাত এই জঙ্গিনেতার ছেলে এবছরে পাক ভোটের প্রার্থী।

জঙ্গি হাফিজকে মোক্ষম জবাব পাক-জনতার!নির্বাচনী আঙিনায় তার দলের ফলাফল কেমন জানেন

গতকাল পাকিস্তানে নির্বাচনের বোটগ্রহণ পরব্র সারা হয়েছে। আজ সকাল থেকে নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই পাক-রাজনৈতিক অঙ্ক স্পষ্ট হয়। পাকিস্তানের জনতা হাফিজকে ব্যালটে-বন্দি যোগ্য জবাব যে দিয়েছে,তা দিন গড়াতেই প্রমাণিত হচ্ছে। ২৬৫ জন প্রার্খথীকে দাঁড় করিয়েছিল জঙ্গি হাফিজের দল 'আল্লাহ-ও আকবর তেহরিক'। এর মধ্যে ২৬৪ জনই বিভিন্ন প্রান্ত থেকে হেরে গিয়েছেন। শুধু শোচনীয় হার নয়, কোনও জায়গাতেই হাফিজের পার্টির প্রার্থীরা 'লিড' পর্যন্ত নিতে পারেননি। যদিও নিজের কেন্দ্রে লড়াই চালিয়ে গেছে হাফিজের ছেলে হাফিজ তালহা সইদ। তবে সেই লড়াই পরাজয়ের দিকেই এগোয়।

উল্লেখ্য, ২৫ জুলাই দেখা গিয়েছিল পোলিং বুথে গিয়ে ভোট দিচ্ছে জঙ্গি হাফিজ। ভোটে জেতবার বিষয়ে আশাবাদীও ছিল মুম্বই হামলার মূলচক্রী এই নেতা। পাশাপাশি পাকিস্তানকে আরও উন্নত করে গড়ে তোলার জন্যও পাক জনতার প্রতি আহ্বান জানান হাফিজ। কিন্তু তারপর দিনই ব্য়ালট বক্সে জঙ্গি নেতা পেল পাক জনতার জবাব। পাকিস্তানের ২০১৮ সালের নির্বাচনেক ট্রেন্ড কার্যত স্পষ্ট করে দিয়েছে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে চাননা সীমান্তের ওপারের সাধারণ মানুষও।

English summary
Zero seats for Hafiz Saeed's party as Pakistan election results pour in
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X