For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংস্থার নীতি ঠিক নেই! এই অভিযোগে ইউটিউবে অফিসে হামলা নাসিমের

উত্তর ক্যালিফোর্নিয়ার গুগলের ক্যাম্পাসে ইউটিউবের দফতরে হামলা চালিয়ে চারজনকে জখম করে নিজে আত্মঘাতী হয়েছে নাসিম আঘদাম নামে এক মহিলা।

  • |
Google Oneindia Bengali News

উত্তর ক্যালিফোর্নিয়ার গুগলের ক্যাম্পাসে ইউটিউবের দফতরে হামলা চালিয়ে চারজনকে জখম করে নিজে আত্মঘাতী হয়েছে নাসিম আঘদাম নামে এক মহিলা। সান ব্রুনো পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জঙ্গি যোগ নেই। আততায়ী নাসিম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

সংস্থার নীতি ঠিক নেই! এই অভিযোগে ইউটিউবে অফিসে হামলা নাসিমের

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিট নাগাদ এমার্জেন্সি ফোন আসে তাদের কাছে। ক্যাম্পাসে হামলার খবর দেওয়া হয়। মহিলাকে দুপুরের মধ্যে চিহ্নিত করা হয়। তাঁর নাম নাসিম নজাফি আঘদাম। বয়স ৩৯ বছর। সাংসারিক অশান্তি থেকেই এই হামলা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

নাসিম নাইম এমএম হ্যান্ডগান দিয়ে হামলা চালায়। ইউটিউব তার ভিডিও নিয়ে বৈষম্যমূলক আচরণ করেছে ও তা কাটাছেঁড়া করেছে বলে অভিযোগ নাসিমের। অর্থাৎ ভিডিও নীতি না পছন্দ হওয়াতেই এই আক্রমণ।

গুগল এই ঘটনার পর বিবৃতি দিয়েছে। স্থানীয় প্রশাসন ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি গুগলের নিরাপত্তা দলও এই নিয়ে কাজ করছে।

ইউটিউবের আউটডোর ক্যাম্পাস যেখানে অন্তত ১৭০০জন কর্মীর বাস সেখানে হামলা চালানো হয়। আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর আহতদের পাশে থেকে সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গুগল সিইও সুন্দর পিচাই-ও পুলিশ প্রশাসনের তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

English summary
A woman opened fire at the suburban Northern California campus of Google’s YouTube, wounding three and sending panicked employees fleeing from their offices before taking her own life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X