For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যালেস্তাইন ইস্যুতে অস্ট্রেলিয়ায় ইহুদি শিশুদের নিগ্রহ, ধৃত পাঁচ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া
সিডনি, ৭ অগস্ট: ইজরায়েল ধ্বংস হোক! বেঞ্জামিন নেতানিয়াহুর মুণ্ডু চাই! কিন্তু বললেই কী আর হয়? তাই বদলা নিতে ছোট্ট শিশুদেরই বেছে নিয়েছিল প্যালেস্তাইন সমর্থক কয়েকজন যুবক। খবর পেয়ে পুলিশ আসতে তারা পিঠটান দেয়। যদিও ধাওয়া করে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। বুধবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার বন্ডি শহরের উপকণ্ঠে।

সংবাদ সংস্থা জানাচ্ছে, স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফিরছিল একটি বাস। তাতে অন্তত জনা তিরিশ শিশু ছিল। সবাই ইহুদি। বয়স পাঁচ থেকে দশ বছর। অভিযোগ, শহরের উপকণ্ঠে হঠাৎই বাসটিকে আটকায় অন্তত আটজন যুবক। দুদ্দাড় করে উঠে পড়ে বাসে। বাচ্চাদের নামধান জিজ্ঞেস করার পর তারা তাদের মারধর করতে শুরু করে। 'ইহুদিদের পুঁতে ফেল', 'হিটলারের জয় হোক' ইত্যাদি স্লোগান দেয়। পকেট থেকে ধারালো ছুরি বের করে ভয় দেখায়। ইতিমধ্যে চালক নিজের মোবাইল ফোন থেকে মেসেজ করেন পুলিশের হেল্পলাইনে। বাসের ভিতর যখন শিশুদের নিগ্রহ করা হচ্ছে, তখন সেখানে পৌঁছে যায় পুলিশ। পুলিশকে দেখে তারা পালাতে চেষ্টা করে। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজন অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দেয়।

ইহুদিদের সংগঠন 'নিউ সাউথ ওয়েলস জিউইশ বোর্ড অফ ডেপুটিজ'-এর সভাপতি ইয়ার মিলার বলেন, "শিশুদের প্রাণ বিপন্ন হত যদি না পুলিশ ঠিক সময়ে এসে পৌঁছত। এখন থেকে বাচ্চাদের স্কুলবাসে অভিভাবকরাও যাবেন।" প্রশাসনের তরফে থেকে বলা হয়েছে, চিন্তার কিছু নেই। ইহুদিদের নিরাপত্তা বাড়ানো হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি। তার পরও ইহুদি শিশুদের ওপর আক্রমণের সমালোচনা করা হয়েছে ইজরায়েলের তরফে।

English summary
Youths assaulted Jewish children to show solidarity with Palestine cause
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X