For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার স্মার্টফোন আপনার সম্পর্কে যা বলে

আপনি কি ধরনের স্মার্টফোন ব্যবহার করছেন সেটি যাচাই করে বলে দেয়া সম্ভব ব্যক্তি হিসেবে আপনার বৈশিষ্ট্য।

  • By Bbc Bengali

স্মার্টফোন ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এটিই প্রথম গবেষণা।
Getty Images
স্মার্টফোন ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এটিই প্রথম গবেষণা।

মোবাইল ফোন ছাড়া আজকাল আমাদের একদম চলে না।

এটি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে।

বহু মানুষ গড়ে দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করেন।

কেউ আইফোন ব্যবহার করেন, কেউবা আবার অ্যান্ড্রয়েড।

কারোর জন্য এসব ফোনের গতি গুরুত্বপূর্ণ। কেউ হয়ত ভালো ছবি তোলে এমন ফোন পছন্দ করেন।

অনেকে আবার দেখতে সুন্দর এমন ফোন বেছে নেন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবারই নানা ধরনের পছন্দ রয়েছে।

বিশ্বে যত স্মার্টফোন বিক্রি হয় তার মধ্যে ৯০ শতাংশই অ্যান্ড্রয়েড ও আইফোন।

২০১৮ সালে গুগলের অ্যান্ড্রয়েড ছিল বিশ্বের সবচাইতে বেশি জনপ্রিয় অপারেটিং সিস্টেম।

যা বাজারের ৮৮ শতাংশই দখল করে রেখেছিলো। অন্যদিকে অ্যাপলের আইওএস ১২ শতাংশ নিয়ে ছিল দ্বিতীয় অবস্থানে।

বয়স্ক পুরুষদের অ্যান্ড্রয়েড পছন্দ বেশি।
Getty Images
বয়স্ক পুরুষদের অ্যান্ড্রয়েড পছন্দ বেশি।

স্মার্টফোন আপনার সম্পর্কে কি বলে?

যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয় এবং ল্যাংক্যাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক স্মার্টফোন ব্যবহারকারীদের মনোভাব বোঝার জন্য একটি গবেষণা চালিয়েছেন।

ঐ গবেষকরা বলছেন একজন মানুষ কি ধরনের স্মার্টফোন ব্যাবহার করছেন সেটি দিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য ও স্বভাব বোঝা সম্ভব।

আরো পড়ুন:

আপনার মোবাইল কি গোয়েন্দাগিরি করছে?

মোবাইলের সামনে শিশুদের কত সময় থাকা উচিৎ?

মোবাইল গ্রাহকরা ফোর-জি সেবা কতটা পাবেন?

যেমন ধরুন, আইফোন ব্যবহারকারীদের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বেশি ন্যায়বান হয়ে থাকে।

অন্তত তারা যাদের মধ্যে গবেষণা চালিয়েছেন তাদের মধ্যে এরকম দেখা গেছে।

আইফোন ব্যবহারকারীরা সাধারণত কম বয়সী হয়ে থাকেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তুলনায় তারা বেশি খোলামেলা হয়ে থাকেন।

বয়স্ক পুরুষদের অ্যান্ড্রয়েড পছন্দ বেশি। নারীরা আইফোন বেশি পছন্দ করেন।

পুরুষদের তুলনায় নারীদের মধ্যে আইফোন ব্যবহারকারী কেন বেশি সেটি অবশ্য বোঝা যায়নি।

নারীরা আইফোন বেশি ব্যবহার করেন।
Getty Images
নারীরা আইফোন বেশি ব্যবহার করেন।

চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে স্মার্টফোনের কি সম্পর্ক?

গবেষকরা বলছেন, স্মার্টফোনের মাধ্যমে ব্যক্তি তার ইচ্ছে পছন্দের বিষয়টি প্রকাশ পায়।

এর মাধ্যমে সে নিজেকে প্রকাশ করে। গবেষণার প্রধান লেখক হেদার শ বলছেন, "দিনকে দিন এটি পরিষ্কার হচ্ছে একটি স্মার্টফোন সেটি ব্যবহারকারী ব্যক্তির ডিজিটাল সংস্করণ হয়ে উঠছে।"

তিনি বলছেন, "আমাদের ফোন যখন কেউ ব্যবহার করার চেষ্টা করে আমরা অনেকেই সেটি পছন্দ করি না কারণ আমাদের ফোন আমাদের সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে।"

গবেষণায় আরও দেখা গেছে যাদের হাতে আইফোন আঠার মতো লেগে থাকে তারা যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের থেকে বেশি বিত্তবান তা কিন্তু নয়।

তবে আইফোন ব্যবহারকারীরা এই ফোনকে সামাজিক উচ্চ মর্যাদার নিদর্শন মনে করেন বলে গবেষণায় উঠে এসেছে।

আইফোন ব্যবহারকারীদের বেশি আবেগপ্রবণ মনে হয়েছে।

এই গবেষকদের দল একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন।

কয়েকটি প্রশ্ন করে ঐ কম্পিউটার প্রোগ্রাম ৭০ শতাংশ ক্ষেত্রেই বলে দিতে পারে একজন ব্যক্তি কি স্মার্টফোন ব্যাবহার করছেন।

একজন ব্যক্তি স্মার্টফোনে কোন অপারেটিং সিস্টেম ব্যাবহার করছেন সেটিও তার সম্পর্কে অনেক কিছু বলে দেয়।

অন্যান্য খবর:

টক-শো নিয়ে বিএনপি'র নীতিমালায় কী থাকছে?

'নিজেদের সমস্যায় আমাদের জড়াবেন না'

যুদ্ধাপরাধের জন্য জামায়াতের বিচারের উদ্যোগ

English summary
Your smartphone says about you
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X