For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসার হাত ধরে পূরণ হতে পারে আপনার চাঁদে যাওয়ার স্বপ্ন, কী করতে হবে জেনে নিন

নাসার হাত ধরে পূরণ হতে পারে আপনার চাঁদে যাওয়ার স্বপ্ন, কী করতে হবে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ছোটবেলায় চাঁদ মামার গল্প শুনে বড় হয়নি এমন খুদে বোধ হয় এই বাংলায় দুর্লভ। আর সেই থেকেই চাঁদের রূপোলী আভায় মূর্ছিত হয়ে কত কিশোরই না স্বপ্ন দেখেছে চাঁদে যাবার।

 নাসার হাত ধরে পূরণ হতে পারে আপনার চাঁদে যাওয়ার স্বপ্ন, কী করতে হবে জেনে নিন

হ্যাঁ এবার আপনার ছোটবেলায় দেখা সেই স্বপ্ন পূরণ হতে পারেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাত ধরে। মঙ্গলবার নাসা ঘোষণা করেছে যে আগামী নভেম্বরে তার তাদের মহাকাশ মিশনের সম্প্রসারণের পরিকল্পনা করেছে। বর্তমানে এতে ৪৮ জন সক্রিয় কর্মী রয়েছে বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন বলেন, “আমরা এই বছর পৃথিবীর কক্ষপথে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) এর ধারে আমাদের অবিচ্ছিন্ন উপস্থিতির ২০তম বছরটি উদযাপন করছি এবং আমরা ২০২৪ সালের মধ্যে প্রথম মহিলা এবং পরবর্তীকালে একজন পুরুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করেছি।”

এই জন্য মুষ্টিমেয় কিন্তু অত্যন্ত মেধাবী মহিলা এবং পুরুষদের জন্য আমরা নভশ্চর হিসাবে যোগদানে সুযোগ দিতে চাইছে নাসা। এটি মহাকাশচারী হওয়ার জন্য অবিশ্বাস্য সময় বলেও এদিন উল্লেখ করতে দেখা যায় নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইনকে। এই জন্য আগামী ২রা মার্চ থেকে আবেদন পত্র গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে নাসার তরফে।

‌নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে উদাসীন আদালত, প্রতিবাদ আশা দেবীর‌নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে উদাসীন আদালত, প্রতিবাদ আশা দেবীর

English summary
Nasa will fulfil your dream of going to the moon, and now know what to do
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X