For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বয়স কম হলেই কি করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম? জানাচ্ছে সমীক্ষার রিপোর্ট

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে সবাই। ২ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষ এই সংক্রমণে আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে ৯ হাজার। এই অবস্থায় মানুষের মনে ধারণা জন্মেছে যে এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধদেরই বেশি। আর এই ভুল ধারণার জেরে সাবধানতা অবলম্বন করছে না যুব সমাজ। তবে আসল তথ্যটা কী?

কার হতে পারে করোনা ভাইরাস?

কার হতে পারে করোনা ভাইরাস?

যেকোনও বয়সের নারী পুরুষ করোনায় আক্রান্ত হতে পারে। তবে কোন বয়সের মানুষের বা কাদের করোনাভাইরাসে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি এর উপর একটি গবেষণা করেছে আমেরিকার গবেষকরা। যেসব বৈশিষ্ট্য সমস্যা থাকলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তা প্রকাশ করেছে তারা।

করোনা নিয়ে উল্টো বিশ্বাস

করোনা নিয়ে উল্টো বিশ্বাস

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সমীক্ষা বলছে, কোভিড -১৯-এর কারণে কম বয়সী লোকেদের স্বাস্থ্য বেশি ঝুঁকিতে। যদিও আমরা এখন পর্যন্ত এর উল্টোটাই বিশ্বাস করে এসেছি।

৫৫-র নিচে কতজন করোনা আক্রান্ত

৫৫-র নিচে কতজন করোনা আক্রান্ত

সিডিসির জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে হাসপাতালে ভর্তি ৫০৮ জন ব্যক্তিদের মধ্যে ২০ শতাংশ যুবক-যুবতী, যাদের বয়স ২০ থেকে ৪৪ বছর। ১৮ শতাংশ রোগীর বয়স ৪৪ এবং ৫৫-র এর মধ্যে। যার অর্থ COVID-19 এর কারণে প্রায় ৪০ শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ বছরের কম বয়সে।

বয়স্কদের নিয়ে মতবাদ কোথা থেকে?

বয়স্কদের নিয়ে মতবাদ কোথা থেকে?

এর আগে চিনের এক সমীক্ষায় বলা হয়, কম বয়সীদের তুলনায় বয়স্কদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর এক্ষেত্রে নারীদের তুলনায় এগিয়ে রয়েছে পুরুষেরা। এই সমীক্ষআর জন্য চিনের হুবেই প্রদেশের উহানে ১৯১ জন করোনা আক্রান্ত রোগীর উপর পরীক্ষা চালানো হয়। এর মধ্যে মারা গেছেন ৫৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ১৩৭ জন মানুষ।

৮০ বছর বয়সীদের মৃত্যুর হার অনেক বেশি

৮০ বছর বয়সীদের মৃত্যুর হার অনেক বেশি

তবে বিশ্ব জুড়ে ৮০ বছরের উপর যে সকল ব্যক্তিদের শরীরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে, তাদের মধ্যে ২২ শতাংশ মারা গিয়েছে। তাই মনে রা হচ্ছে বৃদ্ধদের এই রোগ বেশি কাবু করে দিচ্ছে। যা পরিস্থিতি তাতে কোনও বয়সের ব্যক্তি এই রোগ থেকে নিরাপদ নন।

English summary
young men are more prone to get affected of coronavirus than old says us study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X