For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ সালে আন্তর্জাতিক দুনিয়ায় ঝড় তুলেছে এই খবরগুলি

রাজ্য তথা দেশের খবর তো রয়েইছে। তবে আন্তর্জাতিক দুনিয়ায়ও এমন অনেক খবর রয়েছে যা সারাবছর সংবাদ শিরোনামে থেকেছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য তথা দেশের রকমারি খবর তো রয়েইছে। তবে আন্তর্জাতিক দুনিয়ায়ও এমন অনেক খবর ছিল যা সারাবছর সংবাদ শিরোনামে থেকেছে। কিছু ক্ষেত্রে স্থানীয় খবরে ছাপিয়ে জায়গা করে নিয়েছে। সেটা কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হোক অথবা মলদ্বীপ সঙ্কট অথবা থাই গুহায় কিশোরের দল আটকে পড়া অথবা ইমরান খানের পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া। সবকটি ঘটনাই নজরে থেকেছে সারা বিশ্বের। ২০১৮ সালে এমন কোন কোন ঘটনা সকলের নজর কেড়ে নিয়েছে, দেখে নেওয়া যাক একনজরে।

কিম-ট্রাম্প বৈঠক

কিম-ট্রাম্প বৈঠক

সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের বিলাসবহুল ক্যাপেলা হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয়েছিল। কোরীয় উপদ্বীপে ‘দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল শান্তি' স্থাপনের লক্ষ‍্যে চুক্তি সাক্ষর করে দুই দেশ। দুই দেশের সংষ্কৃতি ও রাজনৈতিক বিশ্বাসের প্রেক্ষাপটে এমন ঘটনা বিরল বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।

উত্তর-দক্ষিণ কোরিয়া

উত্তর-দক্ষিণ কোরিয়া

শীতকালীন অলিম্পিকের সময় থেকে শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে দুই দেশের সম্পর্ক ক্রমশ মসৃণ হয়েছে। উত্তর কোরিয়া ১৯৫০-৫৩ সালের পর থেকে এবছরের শুরু পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ করার মতো পরিস্থিতিতে ছিল। কারণ সেই যুদ্ধ বন্ধে শুধু অস্ত্রবিরতি চুক্তি করা হয়। সম্প্রতি দুই কোরিয়া আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি করেছে। ধীরে ধীরে তাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। দু দেশের রাষ্ট্রপ্রধানরাও বৈঠক করেছেন। সব ধরনের সহযোগিতা একে অপরের প্রতি করবেন বলে অঙ্গীকার করেছেন।

মলদ্বীপ সঙ্কট

মলদ্বীপ সঙ্কট

মলদ্বীপে রাজনৈতিক সঙ্কট নিয়ে বছরের মাঝামাঝি থেকে ভালোই উত্তাপ ছিল। একদিকে ছিল ভারত ও অন্যদিকে চিন। সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিন চিনের দিকে ঝুঁকে ভারতকে চাপ দিচ্ছিলেন। এদিকে জেলবন্দি প্রাক্তন শাসক নাশিদ ভারতের সাহায্য চান। পরে গত সেপ্টেম্বরে ইয়ামিনকে হারিয়ে ক্ষমতায় এসেছেন ইব্রাহিম সোলিহ। ফলে সেদেশে ফের একবার চিনকে সরিয়ে ভারতের প্রভাব বেড়ে গিয়েছে।

খালেদা জিয়ার জেল

খালেদা জিয়ার জেল

খালেদা জিয়াকে নিয়ে বছরভর উত্তপ্ত ছিল বাংলাদেশের রাজনীতি। বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা দেয় আদালত। এছাড়া অনাথ আশ্রম দুর্নীতি মামলায় সাজার পরিমাণ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে দেওয়া হয়। যার ফলে বাংলাদেশের সাধারণ নির্বাচনেও জিয়া অংশ নিতে পারবেন না বলে আদালত রায় দিয়েছে।

পাকিস্তান ইমরান খান

পাকিস্তান ইমরান খান

সন্ত্রাস বিধ্বস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসেছেন তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খান। দেশের সেরা ক্রিকেট তারকা থেকে দেশের প্রধানমন্ত্রী পদে বসা ইমরানের যুদ্ধজয়ের পথ সোজা ছিল না। দেশের তাবড় রাজনীতিকদের হারিয়ে তিনি তখতে বসেছেন। সেদেশের নিরিখে এটাই বছরের সেরা খবর।

ফেসবুক কেলেঙ্কারি

ফেসবুক কেলেঙ্কারি

ফেসবুকের প্রায় ৮ কোটি ৭০ লক্ষ গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে লন্ডনের রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে। জানা যায়, অধিকাংশই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এছাড়া ১ কোটি ৬০ লক্ষ ব্যবহারকারী অন্য দেশের। এই প্রসঙ্গে মার্ক জুকারবার্গ এটিকে বিশাল ভুল বলে স্বীকার করেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারের কৌশল নির্ধারণে ফেসবুক গ্রাহকদের তথ্য ব্যবহার করেছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা। পরে তীব্র সমালোচনার মুখে ফেসবুক কর্তৃপক্ষ গ্রাহকদের তথ্যের গোপনীয়তা সম্পর্কিত পরিবর্তন আনে।

আলজেরিয়া বিমান দুর্ঘটনা

আলজেরিয়া বিমান দুর্ঘটনা

আলজেরিয়ায় সেনা বিমান ভেঙে মৃত্যু হয় অন্তত ২৫৭ জনের। রাজধানী আলজিয়ার্সের বিমানবন্দরের বাইরে এই ঘটনা ঘটে। বিমান দুর্ঘটনার সময়ে ভিতরে কয়েক শতাধিক সেনা কর্মী ছিলেন। বৌফারিক বিমানবন্দরের নেমে আসার সময়ে দুর্ঘটনা ঘটে। বিমানটি হল ইলয়ুশিন II-৭৬। রাশিয়ার তৈরি এই বিমান সেনার কাজে ব্যবহার করা হতো। এর আগে ২০১৪ সালে সি-১৩০ বিমান ভেঙে পড়ে কর্তব্যরক ৭০ জন সেনাকর্মী এভাবেই আলজেরিয়ায় প্রাণ হারিয়েছিলেন।

 হ্যারি মেগানের বিয়ে

হ্যারি মেগানের বিয়ে

মে মাসে বিয়ের সানাই বেজে ওঠে ব্রিট্রিশ রাজপরিবারে। প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি বিয়ে করেন মেগান মর্কেলকে। উইন্ডসর ক্যাসেলে হওয়া এই বিয়ের দিকে নজর ছিল গোটা বিশ্বের। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের বেশ কিছুবছর পরে রাজপরিবারের বিয়ের অনুষ্ঠান হল।

ফের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ফের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

গত মার্চে হওয়া নির্বাচনে জিতে ফের রাশিয়ার প্রেসিডেন্ট পদে বসেন ভ্লাদিমির পুতিন। প্রতিদ্বন্দ্বীদের হেলায় হারিয়ে ৭৩ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। মোট সাতজন প্রতিদ্বন্দ্বী ছিল পুতিনের। নানা গুজবও ছড়ানো হয়েছিল। তবে তা ধোপে টেকেনি

থাই গুহায় আটক কিশোরের দল

থাই গুহায় আটক কিশোরের দল

মায়ানমার সীমান্তের কাছে ১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহা থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। সেখানে ঢোকার পর গত ২৩ জুন নিখোঁজ হয় ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। খুদে ফুটবলারদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের সহকারি কোচ জানথাওংয়ের বয়স ২৫ বছর। তারা মু পা নামের একটি ফুটবল দলের সদস্য। ৯ দিন সেখানে আটকে থাকার পর ব্রিটিশ ডুবুরির দল তাদের সন্ধান পায় ও তাদের উদ্ধার করা হয়।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

বছরের শেষ অর্ধে ইন্দোনেশিয়ায় পালু শহরে ভূমিকম্প ও সুনামির হামলায় অন্তত ৮৩২ জনের মৃত্যু হয়। সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি হয়। সুনামিতে সৃষ্ট প্রায় ২০ ফুট উঁচু ঢেউ পালু শহরকে ভাসিয়ে দেয়। ভূমিকম্প ও সুনামির ফলে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে হওয়া ভূমিকম্প ও সুনামির এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বিশেষজ্ঞপা জানিয়েছেন।

ঘূর্ণিঝড় ফ্লোরেন্স

ঘূর্ণিঝড় ফ্লোরেন্স

ঘূর্ণিঝড় ফ্লোরেন্স আমেরিকার ইতিহাসে অন্যতম শক্তিশালী ঝড় হিসাবে চিহ্নিত হয়েছে। প্রথমে ক্যাটেগরি ৪-এর ঝড়ের রূপ নিয়েছিল ফ্লোরেন্স। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী, ক্যাটেগরি ৪ ঝড় হল দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ঝড়। এর গতিবেগ ছিল ২৫০ কিমি প্রতি ঘণ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এর আগে ৪ মাত্রার ঝড় আঘাত হানেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা ও ভার্জিনিয়া। সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ১৭ লক্ষ মানুষকে।

English summary
Year in review : Top international news of 2018 all over the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X