For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন হেনস্থার মামলা দায়ের ইয়াহুর মহিলা আধিকারিকের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

যৌন হেনস্থার মামলা দায়ের ইয়াহুর মহিলা আধিকারিকের বিরুদ্ধে
ক্যালিফোর্নিয়া, ১২ জুলাই : ইয়াহু আইএসি-র উচ্চপদাধীকারী মহিলা আধিকারিকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের হল। ওই মহিলা আধিকারিকের অধীনে কাজ করা এক মহিলা কর্মীই এই অভিযোগ এনেছেন। পাশাপাশি অন্য়ায়ভাবে তাঁকে কাজ থেকে বরখাস্ত করার অভিযোগ এনেছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।

ইয়াহু মোবাইলের ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডিরেক্টর মারিয়া জ্যাং। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন নান সি। ২০১৩ সাল থেকে ইয়াহুতে প্রিন্সিপল সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন তিনি। ৮ জুলাই করা নান সি-র অভিযোগ অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সানিভেলএ মারিয়ার সঙ্গে 'ওরাল সেক্স' (মৌখিক) এবং 'ডিজিটাল সেক্স' (ভিডিও চ্যাট-এ) করার জন্য চাপ দেন, নান সি কে নিগ্রহও করেন। তাঁর প্রস্তাবে রাজি থাকলে প্রতিষ্ঠানে নান সি-র উন্নতি হবে বলেও জানিয়েছিলেন মারিয়া।

নান সি আর্থিক ও শাস্তিমূলক খেসারতের দাবি করেছেন। মামলায় অয়াহুর নামও রয়েছে। এই ঘটনার খবর ইয়াহু কর্তপক্ষে যাওয়ার পরেই সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, মারিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। মারিয়া ইয়াহুর উল্লেখযোগ্য কর্মী। তাঁর নাম কলঙ্কমুক্ত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।

মারিয়া নিজের এখটি মোবাইল কোম্পানি তৈরি করেছিলেন। ২০১৩ সালে ইয়াহু সেই সংস্থাকে অধিগ্রহণ করে। মারিয়ার সোস্যাল মিডিয়া লিঙ্কড ইন প্রোফাইল অনুযায়ী, ইয়াহুতে যোগ দেওয়ার আগে মারিয়া মাইক্রোসফ্ট এবং জিলো-তে কাজ করেছিলেন।

মারিয়ার বিরুদ্ধে অভিযোগে নান সি জানিয়েছেন, ২০১৩ সালের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে সি-র কর্মদক্ষতা নিয়ে যে রিভিউ রিপোর্ট তৈরি করেন মারিয়া তাতে ইচ্ছাকৃতভাবে খারাপ গ্রেড দেন মারিয়া। সি এই বিষয়ে সংস্থার এইচআর (মানবসম্পদ) আধিকারিকের কাছে অভিযোগ জানালেও কোনও রকম তদন্ত করেননি ওই আধিকারিক। বরং প্রথমে তাঁকে ছুটিতে যেতে বলা হয়, পরে তাঁর চাকরি থেকে তাঁকে অন্যায়ভাবে কোনও কারণ না জানিয়েই বরখাস্ত করা হয় বলে অভিযোগ।

English summary
Yahoo Woman Executive Sued for Sexual Harassment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X