For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুপিচুপি ব্যবহারকারীদের ই-মেইল পড়ে মামলায় জড়াল ইয়াহু

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ইয়াহু
সান জোস, ২৪ নভেম্বর: ব্যবহারকারীদের ই-মেইল অবৈধভাবে পড়ার জন্য মামলা রুজু হল ইয়াহুর বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এ ব্যাপারে মামলা দায়ের করেছেন জনৈক আইনজীবী। অপরাধ প্রমাণিত হলে সব ব্যবহারকারীকে মাথাপিছু পাঁচ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে ইয়াহু।

আইনজীবী ব্রায়ান পিনকাস আদালতের কাছে অভিযোগ করেছেন, ইয়াহুতে যাদের ই-মেইল আইডি রয়েছে, তাদের সবার অ্যাকাউন্টে ঢুকে নজরদারি চালানো হয়। ইনবক্স, সেন্ট আইটেমস মায় স্প্যামে পর্যন্ত ঢুকে ই-মেইল পড়া হয় নিয়মিত। এই মুহূর্তে ইয়াহুতে অ্যাকাউন্ট রয়েছে, এমন মানুষের সংখ্যা অন্তত ২৫ কোটি। ওই আইনজীবীর দাবি, মানুষের গোপনীয়তার অধিকার ভঙ্গ করেছে ইয়াহু। তাই তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

ইয়াহুর পাল্টা দাবি, তারা ই-মেইল ব্যবহারবিধিতে সম্প্রতি কিছু পরিবর্তন ঘটিয়েছে। সেই মোতাবেক, সন্দেহজনক ই-মেইলগুলিই পরীক্ষা করা হয়েছে। সবার অ্যাকাউন্টে ঢুকে পাইকারি হারে নজরদারি চালানো হয়নি। যদিও সংশ্লিষ্ট আইনজীবী এই যুক্তি মানতে নারাজ। তাঁর বক্তব্য, অনুমতি না নিয়ে কারও ই-মেইল পড়া ঘোর অপরাধ। এ জন্য ক্ষমা করা যায় না ইয়াহুকে। প্রসঙ্গত, এর আগে একই অভিযোগ উঠেছিল গুগল তথা জি-মেইলের বিরুদ্ধে। তারাও গোপনে ব্যবহারকারীদের ই-মেইল পড়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিল।

English summary
Yahoo dragged to court for reading users' mails
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X