For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সঙ্গে চিনের সম্পর্কের মাঝে নাক গলাবেন না, মার্কিন অফিসারদের ফের হুঁশিয়ারি জিনপিংয়ের

ভারতের সঙ্গে চিনের সম্পর্কের মাঝে নাক গলাবেন না, মার্কিন অফিসারদের ফের হুঁশিয়ারি জিনপিংয়ের

Google Oneindia Bengali News

ভারতের সঙ্গে চিনের খুব একটা সুসম্পর্ক নেই। তার মাঝেই আমার ভারতের সঙ্গে সুসম্পর্ক ৈতরি করেছে আমেরিকা। আমেরিকার সঙ্গে আবার চিনের একেবারেই মুখ দেখা দেকি বন্ধ। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই সম্পর্কে ফাটল ধরেছে। এরই মধ্যে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক নিয়ে নাক গলাতে শুরু করেছে আমেরিকা। আগে থেকেই তাই এক প্রকার আমেরিকাকে সতর্ক করেছে বেজিং। পেন্টাগন সূত্রে খবর আমেরিকার আধিকারীকদের সতর্ক করে বেজিং বার্তা দিয়েছ যেন আমেরিকা ভারতের সঙ্গে চিনের সম্পর্কের মধ্যে নাক গলাতে না আসে।

ভারত-চিনের সম্পর্কে নজরদারি আমেরিকার

ভারত-চিনের সম্পর্কে নজরদারি আমেরিকার

ভারত চিনের সম্পর্কের অবনতি হয়েছে ২০২০ সাল থেকেই। গালওয়ান সংঘর্ষের পর সেই ফাটল আরও চওড়া হয়েছে। এদিকে ভারত এবং চিনের সীমান্ত সংঘাতের ঘটনাবলী নজর রেখে চলেছে আমেরিকা। গত বছর থেকে অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্তে চিনা ফৌজের অবস্থান নিয়ে একাধিক রিপোর্ট পেন্টাগন ভারতকে পাঠিয়েছে। কয়েকমাস আগে পেন্টাগন রিপোর্ট পািঠয়েছিল যে অরুণাচল প্রদেশে ভারতের সীমারেখায় থাকা বেশ কয়েকটি গ্রাম নিজেদের দাবি করে চিন তার ম্যাপে অন্তর্ভুক্ত করেছে। যদিও ভারত সেই নিয়ে তখনই তা নিয়ে মন্তব্ করতে চায়নি। পরিস্থিতি খতিয়ে দেখে জানানো হবে বলে জানিয়েছিল বিদেশমন্ত্রক।

আমেরিকাকে নাক গলাতে নিষেধ

আমেরিকাকে নাক গলাতে নিষেধ

মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজে ভারত সফরে এসেছিলেন। তারপরে আবার বাইডেনের ডেপুটি হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। তাতে ভারতের সঙ্গে সুস্পর্ক আরও মজবুত হয়েছে। এই পরিস্থিতিতে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নাক গলাতে শুরু করেছিল আমেরিকা। তারপরেই বেজিং আমেরিকার অফিসারদের সতর্ক করেছেন। বেজিং সতর্ক করে বলেছে
ভারতের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক তা নিয়ে নাক গলাতে হবে না আমেরিকাকে।

ভারত-মার্কিন সেনার যৌথ মহড়া

ভারত-মার্কিন সেনার যৌথ মহড়া

এদিকে গত কয়েকদিন ধরে চিন সীমান্তে ভারত-মার্কিন সেনাবাহিনীর যৌথ মহড়া হচ্ছে। উত্তরাখণ্ডের আউলিতে হচ্ছে এই মহড়া। তাতেই টনক নড়েছে বেজিংয়ের। কারণ সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছে বেজিং। তার মধ্যে সীমান্তে দুই দেশের বাহিনীর এই মহড়াকে একেবারেই ভাল চোখে দেখছে না জিনপিং সরকার। গত কয়েক মাসে লাদাখ সীমান্তে অনেকটাই স্থিতাবস্থা ফিরে এসেছে। সবটাই হয়েছে আলোচনার মাধ্যমে। আমেরিকার সঙ্গে ভারতের এই সক্ষ্যতায় নতুন করে অশান্তি বাড়তে পারে লাদাখ সীমান্তে এমনই আশঙ্কা করা হচ্ছে।

চিনে বিক্ষোভের মুখে জিনপিং

চিনে বিক্ষোভের মুখে জিনপিং

এদিকে বিক্ষোভে উত্তাল চিন। জিনপিংয়ের অপসারণের দাবিতে রাস্তায় নেমেছেন অসংখ্য মানুষ। চিনে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আর এই সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া লকডাউনের পথে হাঁটছে জিনপিং সরকার। তাতে ক্ষোভ আরও মাথাচারা দিয়েছে। দীর্ঘ লকডাউন মানতে নারাজ চিনের মানুষ। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কিছুতেই জিনপিংকে আর শাসকের পদে মানতে চাইছেন না তাঁরা।

English summary
China Warn America
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X