For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্বপুরুষদের রেখে যাওয়া এক ইঞ্চি জায়গাও ছাড়বে না চিন, মার্কিন সচিবকে জানালেন জিনপিং

মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব ডিফেন্স জেমস ম্যাতিসকে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং জানালেন, নিজেদের অধিকারের এক ইঞ্চি জায়গা-ও তারা ছাড়তে রাজি নয়।

Google Oneindia Bengali News

চিন কোনওদিন অন্যের সম্পদে হাত দেয় না। কিন্তু সেই সঙ্গে 'পূর্বপুরুষদের রেখে যাওয়া' এক ইঞ্চি জায়গাও তারা ছাড়তে রাজি নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব ডিফেন্স জেমস ম্যাতিসকে সাফ জানালেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া এক ইঞ্চি জায়গাও ছাড়বে না চিন

গত ২৬ জুন তারিখে তিন দিনের চিন সফরে এসেছেন ম্যাতিস। বুধবার বেজিং-এর বিখ্যাত 'গ্রেট হল অব পিপল'-এ ম্যাতিসের সঙ্গে বৈঠকে বসেন চিনা প্রেসিডেন্ট। সরাসরি না বললেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে তাদের অধিকার চিন ছাড়বে না, তা ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন শি জিনপিং। তিনি বলেন, ওই বিশাল এলাকা চিন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য দেশেরও স্থান সঙ্কুলানের উপযোগী।

এর পাশাপাশি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার পক্ষেই মত দেন শি। দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের বিকাশেও তিনি আগ্রহ দেখান। তিনি বলেন, 'সাম্প্রতিক বছরগুলিতে দুইদেশের সামরিক সম্পর্ক গতি পেয়েছে। আসা করি এই সামরিক সম্পর্ক এভাবেই এগোবে।'

সামরিক সম্পর্কের বিকাশের উপর জোর দিয়েছেন ম্যাতিস-ও। তিনি জানান, তাঁর চিন সফরের অন্যতম উদ্দেশ্য দুদেশের সম্পর্কের প্রেক্ষাপটটা ধরে রেখে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। চিনা সামরিক নেতৃত্বের সঙ্গে বিভিন্ন আইডিয়া ভাগ করে নিতেও তাঁরা আগ্রহী বলে দাবি করেছেন ম্যাতিস।

English summary
Chinese president Xi Jinping tells Secretary of Defence of United States James Mattis that China cannot cede an inch of territory.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X