For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের চিনকে প্রয়োজন, কমিউনিস্ট পার্টির অধিবেশন শেষে বার্তা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের

মাও সে তুংয়ের পর চিনের সব থেকে ক্ষমতাশালী নেতা নির্বাচিত হলেন শি জিনপিং

Google Oneindia Bengali News

শনিবার চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস অধিবেশন শেষ হয়েছে। চিনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের জন্য নিযুক্ত হওয়া শি জিনপিংয়ের কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি তৃতীয় বারের জন্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন। তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, 'আমার ওপর আস্থা রাখার জন্য পার্টিকে অসংখ্য ধন্যবাদ। পার্টি ও চিনের জনগণ যেভাবে আমার ওপর আস্থা রেখেছেন, তার মান রাখার আমি সর্ব রকম ভাবে চেষ্টা করব। আমি আমার দায়িত্ব থেকে কখনও সরব না। তিনি বলেন, বিশ্বের চিনকে প্রয়োজন।'

চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জিনপিং

চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জিনপিং

শনিবার চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস অধিবেশন শেষ হয়। এরপরেই রবিবার চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের পরেই শি জিনপিংকে তৃতীয়বারের জন্য দলের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। শনিবারের অধিবেশনের পরে শি জিনপিংকে পরবর্তী মেয়াদের জন্য প্রেসিডেন্টের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এছাড়াও জিনপিং ঘনিষ্ঠ কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন নেতার পদোন্নতি হয়েছে। আবার শি জিনপিংয়ের সঙ্গে মতবিরোধ দেখা গিয়েছে, এমন দুই নেতাকে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী চিনের কমিউনিস্ট পার্টির ২০৫ জনের প্রতিনিধি দল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বের চিনকে প্রয়োজন

বিশ্বের চিনকে প্রয়োজন

রবিবার তৃতীয় মেয়াদের পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের বলেন, বিশ্বের চিনকে প্রয়োজন। তিনি বলেন, সংস্কারের দিক থেকে চিন অনেকটা পিছিয়ে গিয়েছিল। তবে গত ১০ বছরে চিন নিজের আগের অবস্থানে চলে এসেছে। গত এক দশকে চিনে দুটো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। এক- দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও দুই- দীর্ঘ মেয়াদি সামাজিক স্থিতিশীলতা। তিনি বলেন, কমিউনিস্ট পার্টিকে দেশের জনগণ বিশ্বাস করেন। সেই বিশ্বাস অক্ষুন্ন রাখার জন্য দল ও তিনি ক্রমাগত দেশের জন্য কাজ করে গিয়েছেন। ভবিষ্যতেও কাজ করে যাবেন।

জিনপিং চিনের মিলিটারি কমিশনের প্রধান

জিনপিং চিনের মিলিটারি কমিশনের প্রধান

চিনের প্রেসিডেন্টের পাশাপাশি শি জিনপিংকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি রয়েছে। মার্চে চিনের সংসদ থেকে তা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস অধিবেশনে মূলত শি জিনপিংয়ের অবস্থান তুলে ধরা হয়। পাশাপাশি গত ১০ বছরের চিন যা সাফল্য অর্জন করেছে, সেগুলো তুলে ধরা হয়।

English summary
Xi Jinping is the most powerful person in China since Mao Tse Tung
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X