For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ইস্যুতে নাম না করে ভারতকে এই বার্তা চিনা রাষ্ট্রপতির

চিনের রাষ্ট্রপতি জি জিংপিং প্রতিবেশী রাষ্ট্রগুলিকে এক নয়া বার্তায় আশ্বস্ত করেন যে , তাঁর সরকার আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চায়।

  • |
Google Oneindia Bengali News

চিনের রাষ্ট্রপতি জি জিংপিং প্রতিবেশী রাষ্ট্রগুলিকে এক নয়া বার্তায় আশ্বস্ত করেন যে , তাঁর সরকার আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চায়। দু'পক্ষের মধ্যে আলোচনাই সমস্যা মেটাবে বলে তাঁর আশা। তবে , বেজিং এর কূটনৈতিক ফায়দাকে পেছনে ফেলে কোনও পদক্ষেপই নেবে না চিন বলে এদিন সাফ জানিয়ে দেন জি জিংপিং।

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ইস্যুতে নাম না করে ভারতকে এই বার্তা চিনা রাষ্ট্রপতির

চিনে কমিউনিস্ট সরকারের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়ে জি জিংপিং এই কথা জানিয়েছেন। এদিনের বৈঠকে ৩ ঘণ্টাব্যাপী এক ভাষণে জি জিংপিং বার্তা দেন যে, চিন নিজের অধিকার থেকে সরে দাঁড়াবে না কখনও। তাছাড়াও দেশের স্বার্থ ত্যাগ করে চিন কিছু করতে যাবে না। পাশপাশি তিনি জানান, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে রাখতে সব রকমের চেষ্টা করবে চিন। কোনও সমস্যা তৈরি হলে তা নিয়ে আলোচনার রাস্তায় যাবে চিন।
এদিনের ভাষণে জি জিংপিং স্পষ্ট জানান যে চিন কোনওভাবেই সন্ত্রাসকে সমর্থন করবে না।

উল্লেখ্য, বহুদিন ধরেই ডোকলাম ইস্যুতে চিনের সঙ্গে চাপানোতর চলছে ভারতের। এই ইস্য়ুতে বার বার ভারতের বিরুদ্ধে যুদ্ধে উস্কানিমূলক মন্তব্য তথা পদক্ষেপ উঠে এসেছে চবেজিং এর তরফে। এছাডা়ও পাকিস্তান তথা বেশ কয়েকটি ইস্যুতেও চিনের অবস্থানগত দিক নিয়ে অসন্তুষ্ট দিল্লি। এরকম এক অবস্থায় চিনা রাষ্ট্রপতির এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

English summary
President Xi Jinping today assured jittery neighbours that China is ready to resolve its disputes through dialogue but not at the expense of Beijing's strategic interests, as he opened a key meeting of the ruling Communist party elite that will shore up his grip on power with a second term and even an unprecedented third innings at the helm.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X