For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস:৪০ বছর আগে 'উহান ভাইরাস' এর ভবিষ্যদ্বাণী বিখ্যাত উপন্যাসে ! চাঞ্চল্য নেট পাড়ায়

  • |
Google Oneindia Bengali News

মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জারি করেছে সতর্কতা। এপর্যন্ত চিনের উহানের মারণ করোনা ভাইরাসের গ্রাসে চলে গিয়েছে ১৭০০ প্রাণ। এমন পরিস্থিতিতে, মিলেছে একটি উপন্যাসের সন্ধান। যেখানে ৪০ বছর আগেই বলা হয়েছিল উহান ভাইরাসের কথা!

'দ্যা আইজ অফ ডার্কনেস' ও করোনা

১৯৮১ সালে ডিন কুন্তসের লেখা বই 'দ্যা আইজ অফ ডার্কনেস। সেখানে একটি ভাইরাসের কথা লেখাছিল। যার নাম 'উহান ৪০০'। এই থ্রিলার উপন্যাসে লেখা ছিল, যে এমন ভাইরাস ল্যাবরেটারিতে তৈরি করা হয়েছিল। আর সেই উপন্যাসের লেখার ৪০ বছর বাদে আতঙ্কের করোনাগ্রাসে চিন!

হতবাক কংগ্রেস নেতাও

কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও এই বইটির উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনিও নিজের বিস্ময় প্রকাশ করেছেন। নেটিজেনরা ,যাঁরা এই বই পড়েছেন, তাঁদের প্রত্যেকেরই প্রশ্ন ঘটনা আর লেখার অদ্ভূত কিছু মিল ঘিরে।

 করোনা-গ্রাস

করোনা-গ্রাস

এদিকে, রবিবার রাত পর্যন্ত সেদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৭৬৫ জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৪০০। করোনা ভাইরাসের জেরে মৃত্যুর ঘটনা চিন ও পূর্ব এশিয়ার সীমান্ত পাড় করেছে। দুই দিন আগেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে একজনের মৃত্যু হয়। ৩১ ডিসেম্বর থেকে সারা বিশ্বের অন্তত ২৯ টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

English summary
Wuhan virus predicted 40 years before Coronavirus outbreak by Novel .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X