For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের মোকাবিলায় কোন পরিস্থিতি উহানের, জানাল চিন প্রশাসন

করোনা ভাইরাসে বর্তমান সময়ে ইতালি ও ইরানের পরিস্থিতি সব থেকে খারাপ হলেও, জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়ে সারা বিশ্ব দেখেছে চিনের উহানের পরিস্থিতি। উহানে একের পর এক মৃত্যু।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে বর্তমান সময়ে ইতালি ও ইরানের পরিস্থিতি সব থেকে খারাপ হলেও, জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়ে সারা বিশ্ব দেখেছে চিনের উহানের পরিস্থিতি। উহানে একের পর এক মৃত্যু। যদিও গত কয়েকদিন ধরেই চিনের প্রশাসনের দাবি ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গিয়েছে। আর এবার প্রথমবারের জন্য চিন প্রশাসন দাবি করল উহানে নতুন করে সংক্রমণের খবর নেই। তবে বেজিং-এ সংক্রমণের খবর মিলেছে।

সংক্রণের আমদানি

সংক্রণের আমদানি

নতুন নতুন সংক্রমণের খবর পাওয়া গেলেও তা আমদানিকৃত বলেই জানা গিয়েছে। যা ঘটে টলেথে মেইনল্যান্ড চায়নায়। ফলে পর্যটনস্থানগুলির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠছে।

মেইনল্যান্ড চায়নায় নতুন করে সংক্রমণ

মেইনল্যান্ড চায়নায় নতুন করে সংক্রমণ

মেইনল্যান্ড চায়নায় বুধবার নতুন করে ৩৪ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। দেশের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে আগের দিনেই যা ছিল ১৩। ৩৪ জন আক্রান্তের মধ্যে মেডিং-এ আক্রান্ত ২১ জন।

চিনে সব মিলিয়ে সংক্রমণ ৮০,৯২৮ জনের

চিনে সব মিলিয়ে সংক্রমণ ৮০,৯২৮ জনের

ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সংক্রমণে চিনে ৮০,৯২৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার টিনের হেলথ অথরিটির তরফে একথা জানানো হয়েছে।

মৃত্যু ৩,২৪৫ জনের

মৃত্যু ৩,২৪৫ জনের

বুধবারের শেষে চিনে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে ৩২৪৫ জনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশে মৃত্যু হয়েছে ৮ জনের আর উহানের মৃত্যু হয়েছে ছয় জনের।

English summary
Wuhan, epicentre of the China's coronavirus outbreak, reports no new infections for the first time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X