For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রম অবনতি, গত আট বছরে উষ্ণতর হয়েছে বিশ্ব

Array

Google Oneindia Bengali News

বিশ্বের তাপমাত্রা বাড়ছে। গত আট বছরে তা রেকর্ড মাত্রায় মাত্রায় বেড়ে গিয়েছে। রাষ্ট্র সংঘের দেওয়া নতুন তথ্যে এমন কথাই বলছে। এই তথ্য জানানো হয়েছে একটি নতুন প্রতিবেদনে ।

সঙ্কটের মাত্রা তীব্র

সঙ্কটের মাত্রা তীব্র


বিশ্বে এখন জলবায়ু সঙ্কটের মাত্রা তীব্র হয়েছে। বিশ্বের যে গড় উষ্ণতা তা কমানোর চেষ্টা হচ্ছে। সিদ্ধান্ত হয়েছিল যে এই তাপমাত্রা দেড় ডিগ্রিতে নামিয়ে আনা হবে, কিন্তু আদতে সেই দিল্লি এখন অনেক দূর। এখনও পর্যন্ত ১.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেই বিশ্ব তা বলে দিচ্ছে ওই তথ্য।

 কী বলছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন?

কী বলছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন?

রাষ্ট্রসংঘের অংশ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। সেখানেই একটি নয়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই যে কীভাবে বায়ুমণ্ডলে রেকর্ডমাত্রার গ্রিনহাউস গ্যাসের প্রভাব বেড়ে যাচ্ছে। এও বলা হয়েছে যে বরফ গলছে খুব দ্রুত। কমছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। কমতে কমতে তা নতুন মাত্রায় পৌঁছে যাচ্ছে বলে জানা যাচ্ছে। চরম আবহাওয়া উস্কে দিচ্ছে পাকিস্তান থেকে পুয়ের্তো রিকো, সর্বত্র স্থানের জলবায়ুর ক্রমাগত পরিবর্তন।

 কী জানা গিয়েছে রাষ্ট্রসংঘের সম্মেলনে?

কী জানা গিয়েছে রাষ্ট্রসংঘের সম্মেলনে?


মিশরে রাষ্ট্রসংঘের সম্মেলন হয়। সেই সম্মেলনের প্রথম দিনে রাষ্ট্রসংঘের মহাসচিব এই বিষয়ে বিশেষ সতর্কতা দেন। সতর্কতা দিয়ে তিনি বলেছেন যে, 'আমাদের এই নীল গ্রহ খুব খারাপ অবস্থায় রয়েছে। চরম সীমায় পৌঁছানোর পথে রয়েছে এর অবস্থা। দিনের পর দিন এর অবস্থা খাদের কিনারের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি অপরিবর্তনীয় করে তুলবে জলবায়ু বিশৃঙ্খলাকে।'

উষ্ণতম বছর ২০২২

উষ্ণতম বছর ২০২২

ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এই বিষয় নিয়ে একটি বিশেষ পর্যালোচনা করেছে, সেখানেও উঠে এসেছে নয়া তথ্য। সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে ২০২২ সালে অর্থাৎ এই বছরে সব থেকে বেশি মাত্রার দূষণ হবে। এই বছর দূষণের মাত্রা চরমে পৌঁছে যাবে। বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প সময়ের গড় থেকে প্রায় ১.১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। এর অর্থ কী দাঁড়াচ্ছে? বিজ্ঞানীরা বলছে এর অর্থ তাহলে এই দাঁড়াচ্ছে যেপ্রতি বছর সবচেয়ে উষ্ণতম তাপমাত্রা ছিল ২০১৬ সাল থেকে। অর্থাৎ ওই বছর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর তাপমাত্রা একটু একটু করে বেড়েই গিয়েছে একটুও কমার লক্ষন দেখা যায়নি।


প্রাকৃতিক লা নিনা বৈশ্বিক তাপমাত্রাকে কমিয়ে রেখেছে গত দুই বছর ধরে। ভবিষ্যতে তাপমাত্রা আরও বেশি বাড়বে এল নিনোর অবস্থার অনিবার্য পরিবর্তন হলে। ফলে এটা স্পষ্ট যে বিশ্বের তাপমাত্রা আরও খারাপ জায়গায় যাচ্ছে এবং তা প্রভাব ফেলছে সারা বিশ্বের মানুষের উপরেও।

গুজরাতের নির্বাচনে দৃশ্যপটে হালকা হচ্ছে কংগ্রেস, আপের উত্থানে চাপে বিজেপি গুজরাতের নির্বাচনে দৃশ্যপটে হালকা হচ্ছে কংগ্রেস, আপের উত্থানে চাপে বিজেপি

English summary
worlds weather crossed highest level
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X