ওজন কমাতে গিয়ে প্রাণ গেল বিশ্বের সবচেয়ে মোটা মানুষ মোরেনোর
মেক্সিকো, ২৬ ডিসেম্বর : মেক্সিকোর বাসিন্দা আন্দ্রে মোরেনোর জন্মের সময় ওজন ছিল ৬ কেজি। যখন তাঁর বয়স ১০ বছর, তখন তা বেড়ে দাঁড়ায় ১২০ কেজিতে। কুড়ি বছর বয়েস ওজন ছিল ১৭১ কেজি। [কাফেতে সন্তান প্রসব করার পরও গেমস খেলতে ব্যস্ত 'মা'!]
তারপর আর ধরে রাখা যায়নি মোরেনোর ওজনকে। একেবারে ম্যরাথন দৌড়ে ৩৮ বছরের মোরেনোর ওজন পৌঁছেছিল ৪৩৫ কেজিতে। আর এই ওজনের জন্যই বিড়ম্বনার পাশাপাশি বিশ্বজোড়া খ্যাতি হয়েছিল মোরেনোর।

তবে সারাদিন বিছানায় শুয়ে নিজের দৈনন্দিন কাজকর্ম করাও মোরেনোর পক্ষে সম্ভব ছিল না। তাই ওজন ঝরাতে শল্য চিকিৎসাই ছিল একমাত্র পথ। অপারেশন করে গত মাসে প্রায় ১০০ কেজি ওজন ঝরানো হয়েছিল। এই অপারেশনকে সফল বলেও জানিয়েছিলেন চিকিৎসকেরা।
এরপর পর্যবেক্ষণের মধ্যে মোরেনোকে রাখা হয়েছিল। তবে হঠাৎ ক্রিসমাসের সকালে শরীরে অস্বস্তি অনুভব করেন বিশ্বের সবচেয়ে স্থূলকায় মানুষ মোরেনো। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, মেক্সিকোকে বিশ্বের সবচেয়ে স্থূলকায় মানুষদের দেশ বলে অভিহিত করা হয়েছে। এমন প্রচুর স্থূলকায় মানুষ মেক্সিকোতে এখনও রয়েছেন। এর আগেও বিশ্বের সবচেয়ে স্থূলকায় মানুষও একজন মেক্সিকানই ছিলেন। ৫৫৮ কিলোর ম্যানুয়াল উরিবে (৪৮) গতবছর মারা যান।
এমন আরও খবর পড়ুন এখানে :
৪ লক্ষ ৩০ হাজার বছর পূর্বে পৃথিবীতে প্রথম খুনের ঘটনা ঘটে!
চার দশক পর এক হাঁচিতে বন্ধ নাক খুলল এক ব্রিটিশের
এলিয়েনের অস্তিস্ব রয়েছে, দেখতেও মানুষের মতোই, বলছেন বিশেষজ্ঞরা
৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!