For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডের নতুন ওষুধ অর্ডার দিতে মরিয়া বিশ্বের অধিকাংশ দেশ, হতে পারে একই ভুলের পুনরাবৃত্তি

কোভিডের নতুন ওষুধ অর্ডার দিতে মরিয়া বিশ্বের অধিকাংশ দেশ

Google Oneindia Bengali News

করোনা ভ্যাকসিনের টিকা সুরক্ষিত করার জন্য বিশ্বব্যাপী লড়াইয়ে অনেকটাই পিছিয়ে ছিল এশিয়া–প্রশান্ত সাগরীয় অঞ্চলের অনেক দেশই। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দেশগুলি আর একই ভুল করেনি। এই প্রদেশের অন্তর্গত দেশগুলি কোভিড–১৯–এর সাম্প্রতিক অস্ত্র অ্যান্টিভাইরাল পিল আগে থেকে অর্ডার করতে শুরু করেছে। অথচ এই ওষুধের ব্যবহার নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি।

মহামারি গেম চেঞ্জার

মহামারি গেম চেঞ্জার

মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কের প্রযোজিত মলনুপিরভির, যা সম্ভাব্য মহামারি গেম চেঞ্জার হিসেবে পরিচিত, বিশেষ করে যারা টিকা নিতে অক্ষম তাঁদের জন্য। মার্কিন ফুড ও ড্রাগ প্রশাসনের কাছ থেকে এই ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য মার্ক অপেক্ষা করে রয়েছে। এই ওষুধের অনুমোদন যদি পাওয়া যায় তবে এটাই করোনা ভাইরাসের প্রথম ওরাল অ্যান্টিভাইরাল চিকিৎসা হবে। ইতিমধ্যেই এশিয়া-প্রশান্ত মহাসাহরীয় প্রদেশের আটটি দেশ বা অঞ্চল এই চুক্তিতে সই করেছে বা এই ওষুধ সংগ্রহ করার জন্য কথাবার্তা চালাচ্ছে বলে জানিয়েছে এই ওষুধ বিশ্লেষক সংস্থা এয়ারফিনিটি। এই দেশগুলির মধ্যে ছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া, যারা টিকাকরণ কর্মসূচি শুরু করতে বেশ বিলম্ব করেছিল।

টিকাকরণের বিকল্প মলনুপিরাভির

টিকাকরণের বিকল্প মলনুপিরাভির

বিশেষজ্ঞরা জানিয়েছেন তাঁদের চিন্তা যে ওই ওষুধ আশাপ্রদ ফল দেবে বলে কিছু মানুষ টিকাকরণের বিকল্প হিসাবে এই ওষুধকে বেছে নিতে পারেন। অথচ এখনও পর্যন্ত টিকাকরণ সেরা প্রতিরোধ করোনা ভাইরাসের। বিশেষজ্ঞরা এও সতর্ক করে জানিয়েছেন যে এশিয়ার দেশগুলি যেভাবে এই ওষুধ আগে থেকে মজুত করার প্রতিযোগিতায় নেমেছে তাতে আবার ধনী দেশগুলির ভ্যাকসিন ডোজ সংগ্রহ করায় নিম্ন আয়ের দেশগুলি ভ্যাকসিন ডোজ সংগ্রহতে পিছিয়ে পরার মতো দৃশ্যের না পুনরাবৃত্তি হয়। অলাভজনক এক ওষুধ সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর র‌্যাচেল কোহেন এ প্রসঙ্গে বলেন, '‌মলনুপিরাভির ওষুধের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা এই খেলাকে একটু হলেও বদল করবে।'‌ তবে তিনি এও বলেছেন, '‌আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়, কোভিড ভ্যাকসিন নিয়ে আগে আমরা যে ধরনের সমস্যার সম্মুখিন হয়েছিলাম, তা যেন কোনওভাবে পুনরাবৃত্তি না হয়।'‌

মলনুপিরাভির কি

মলনুপিরাভির কি

মলনুপিরাভির একটি ইতিবাচক পদক্ষেপ, যা কোভিড-১৯ রোগের চিকিৎসা করে, যা রোগীকে হাসপাতালে ভর্তি থেকে এড়িয়ে যায়। এক রোগীর যখন কোভিড-১৯ ধরা পড়বে তখন মলনুপিরাভিরের কোর্স শুরু হয়ে যাবে। ২০০ মিলিগ্রামের চারটে ক্যাপসুল দিনে দু'‌বার করে পাঁচদিন খেতে হবে, মোট ৪০টি ক্যাপসুল। ভ্যাকসিনের বিপরীত, যা রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া ক্ষমতা বাড়ায়, মলনুপিরাভির এই ভাইরাসের প্রতিরূপকে ব্যাহত করে বলে জানিয়েছেন সংক্রমণ রোগের চিকিৎসক সঞ্জয়া সেনানায়েক। তিনি এও বলেন, '‌এক অর্থে বলা হয় এটি ভাইরাসের অস্বাস্থ্যকর শিশুর জন্ম দেয়।'‌

মলনুপিরাভিরের ট্রায়াল

মলনুপিরাভিরের ট্রায়াল

এই মলনুপিরাভিরের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে টিকা হয়নি এমন ৭০০ জনের ওপর এই ওষুধ প্রয়োগ করে দেখা গিয়েছে যে প্লেসবো নেওয়া রোগীদের তুলনায় এই পিল হাসপাতালে ভর্তির ঝুঁকি হ্রাস করে ও ৫০ শতাংশ মৃত্যুর ঝুঁকি কমায়। এই তথ্য এই মাসের গোড়াতেই প্রকাশ করা হয়েছে। করোনার উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রোগীদের মলনুপিরাভির ওষুধ বা প্লেসবো দেওয়া হয় পাঁচদিনের মাথায়। ২৯ দিনের মাথায় দেখা যায় যে পিল নেওয়া রোগীদের কেউই মারা যায়নি। অথচ প্লেসবো দেওয়া রোগীদের মধ্যে আটজনের মৃত্যু হয়। মলনুপিরাভিরের সম্পূর্ণ তথ্য এখনও প্রকাশ করা হয়নি এবং এই তথ্যের কোনও পিয়ার-পর্যালোচনা বা প্রকাশিত হয়নি।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
worlds most country order covid new drug molnupiravir,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X