For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছর শেষের আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ! আগামী দু-মাসে বড় বিপদের বার্তা নিয়ে ভবিষ্যদ্বাণী নস্ট্রাডামুসের

বছর শেষের আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ! আগামী দু-মাসে বড় বিপদের বার্তা নিয়ে ভবিষ্যদ্বাণী নস্ট্রাডামুসের

  • |
Google Oneindia Bengali News

ভবিষ্যদ্বাণীতে অনেকে বিশ্বাস করেন না। জ্যোতিষীকে মানে না বহু মানুষ। এসবের মধ্যেই নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী বিশ্ববিখ্যাত বলা যায়। ভারতের জন্য অনেক ক্ষেত্রে নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর হত্যাকাণ্ড এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় বসার ভবিষ্যদ্বাণী। ৩৯৯৭ সাল পর্যন্ত নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী রেকর্ড করা রয়েছে।

তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা

তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা

এই বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। সেখানে পশ্চিমী বিশ্বের ইউক্রেনের পাশে দাঁড়ানো এবং রাশিয়ার হুঁশিয়ারির জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বলে অনেক সমর বিশেষজ্ঞ বলছেন। ইউক্রেন রাশিয়ার দিক থেকে পারমাণবিক হামলার আশঙ্কা প্রকাশ করলেও, রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশ পারমাণবিক হামলা করবে না। অন্যদিকে চিন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার কারণেও বিশ্বের শক্তিশালী দেশগুলির মধ্যে বিভাজন তৈরি হয়েছে। আমেরিকা তাইওয়ানের পাশে দাঁড়ানোর ঘোষণা করতে রাশিয়া চিনের পাশে দাঁড়ানোর ইঙ্গিত করেছে। তবে ভারত বরাবরই আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ওপরে জোর দিয়ে আসছে।

সাতমাস স্থায়ী হবে

সাতমাস স্থায়ী হবে

নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণীতে বলে গিয়েছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় ৭ মাস স্থায়ী হবে। এই বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে। পৃথিবী থেকে অনেক দেশ হারিয়ে যাবে। যাঁরা থাকবেন তাঁরা নতুন করে জীবন শুরু করবেন।

 দু-মাসে বড় বিপদ

দু-মাসে বড় বিপদ

২০২২ শেষ হতে ৬০ দিনের বেশি সময় বাকি রয়েছে। এই পরিস্থিতিতে নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে অনেকেই উদ্বিগ্ন। কেননা তিনি ভবিষ্যদ্বাণীতে বলে গিয়েছিলেন, এই বছরে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটবে। যার জেরে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়ে যাবে। এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ গ্লোবাল ওয়ার্মিং-এর দ্বারা প্রভাবিত হবে। এমন পরিস্থিতি তৈরি হলে খাদ্যের তীব্র সংকট দেখা দেবে। যার জেরে অনাহারে বহু মানুষের মৃত্যু হবে।

 গবেষকরা কী বলছেন

গবেষকরা কী বলছেন

নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁরা বলেছেন, ফ্রান্সের এই জ্যোতিষি কয়েকশো বছর আগে ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার ব্যাপারে বলে গিয়েছিলেন।

(এই প্রতিবেদনটি নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণীর ওপরে ভিত্তি করে করা। এখানে যা দাবি করা হয়েছে, তার জন্য বেঙ্গলি ওয়ান ইন্ডিয়ার কোনও দায়িত্ব নেই)

স্থগিত হয়ে গেল পূর্বাঞ্চল পরিষদের বৈঠক! মমতার মুখোমুখি হওয়া হচ্ছে না অমিত শাহের স্থগিত হয়ে গেল পূর্বাঞ্চল পরিষদের বৈঠক! মমতার মুখোমুখি হওয়া হচ্ছে না অমিত শাহের

English summary
World War III before the end of this year, Nostradamus predicts great danger in the next two months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X