For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরম, অতিবৃষ্টি, খরা - আগামী পাঁচ বছরে বড় বিপদ অপেক্ষা করছে ভারতের জন্য, রিপোর্ট WMO-র

গরম, অতিবৃষ্টি, খরা, আগামী ৫ বছরে বড় বিপদ অপেক্ষা করছে ভারতের জন্য, রিপোর্ট WMO-র

Google Oneindia Bengali News

করোনা মহামারীর কোপে গোটা বিশ্বে লকডাউন শুরু হয়েছে। তাতে পৃথিবীর দূষণ অনেকটাই কমেছে। বায়ুমণ্ডলে ওজন স্করে ছিত্র ভরে গিয়েছে। প্রকৃতি এখন অনেকটাই খোস মেজাজে রয়েছে। কিন্তু এরই মধ্যে আবার পৃথিবীর তাপমাত্রা নিয়ে উদ্বেগের কথা শোনা বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লিউএমও।

বাড়বে পৃথিবীর তাপমাত্রা

বাড়বে পৃথিবীর তাপমাত্রা

আগামী ৫ বছরে নাকি পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে। প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। ভারতে তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। আবহাওয়া পরিবর্তনের একের পর এক বড় ধাক্কা সামলাতে হবে পৃথিবীকে। আগামী ৫ বছরে পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে WMO।

বিপর্যয় বাড়বে ভারতে

বিপর্যয় বাড়বে ভারতে

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জেরে একের পর এক বিপর্যয়েক ধাক্কা সামলাতে হবে ভারতকে। প্রচণ্ড গরম, খরা থেকে অতিবৃষ্টি কোনও কিছুই বাদ যাবে না। জলবায়ু পরিবর্তনের কারণেই এই পরিস্থিতি মুখে পড়তে হবে ভারতকে এমনই জানিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থা।

বাড়বে সাইক্লোন

বাড়বে সাইক্লোন

আগামী পাঁচ বছরে পৃথিবীর তাপমাত্রা বাড়ায় গ্রিনল্যান্ডের তাপমাত্রাও বাড়বে। যার জেরে বাড়বে ঘূর্ণিঝড়, সাইক্লোন। আম্ফান, ফণীর থেকেও ভয়ঙ্কর হবে সেই সব ঘূর্ণিঝড়। কারণ সমুদ্রের তাপমাত্রাও বাড়বে এই পাঁচ বছরে। যার জেরে বৃষ্টির ধারাবাহিকতাও বদলাবে। অর্থাৎ যে সময়ে বৃষ্টি হওয়ার কথা সেসময়ে বৃষ্টি নাও হতে পারে।

উপকূলে বাড়বে বিপদ

উপকূলে বাড়বে বিপদ

সমুদ্রের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলস্তরও বাড়বে। সেকারণে উপকূলবর্তী এলাকায় জল লবণাক্ত হয়ে যাবে। যার জেরে চাষাবাদ থেকে জীবিকা সবটাই প্রভাবিত হবে ভারতে। উপকূলবর্তী এলাকায় জলস্তর বৃদ্ধির কারণে অল্পবৃষ্টিতেই বন্যা পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে মুম্বই, কলকাতা, সুরাত, চেন্নাই, সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে সংকট বাড়বে বলে জানানো হয়েছে।

<strong>কাদের সহজেই প্রাণ কাড়ছে মারণ করোনা ? জানুন কি বলছে ১.৭ কোটি মানুষের উপর করা বৃহত্তম সমীক্ষা </strong>কাদের সহজেই প্রাণ কাড়ছে মারণ করোনা ? জানুন কি বলছে ১.৭ কোটি মানুষের উপর করা বৃহত্তম সমীক্ষা

English summary
World tempariture raised more comming 5 years says World Meteorological Organisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X