বিশ্বে করোনা ভাইরাসের মারণ দংশন অব্যাহত! জারি মৃত্যু মিছিল
করোনা ঊাইরাসের জেরে বিশ্বে অব্যাহত মৃত্যু মিছিল। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। ভ্যাকসিন এই মুহূর্তে সবচেয়ে বড় চাহিদার বিষয়। যদিও বিশ্বের তাবড় গবেষণারগারগুলি সেদিকে দ্রুততার সহ্গে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ৪৩৯৪০৫৮ জন আক্রান্ত করোনায়।

বিশ্বে ১৯৩২৪৯০ টি করোনা ভাইরাসের কেসফাইল বন্ধ হয়য়েছে। এই বন্ধ থাকা কেসগুলির মধ্যে বহু মৃত ও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা রয়েছে। বিশ্বে ৮৫ শতাংশ মানুষ আপাতত সুস্থ হয়েছেন কোরনার থেকে। সংখ্যাটা ১৬৩৬৮৪৩ জন। অন্যদিকে বিশ্বে মাত্র ২ শতাংশ মানুষ করোনার জেরে গুরুতরভাবে আক্রান্ত। অল্পভাবে আক্রান্ত ৯৮ শতাংশ মানুষ।সেক্ষেত্র সংখ্যাটা ২৪১৫৪৪৮ জন।
করোনার দানবীয় হানায় সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি আমেরিকার। সেখানে ১৪১৭৩৯৮ জন আক্রান্ত।নতুন করে আক্রান্ত ৮হাজাররের বেশি মানুষ।৮৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্য়ার বিচারে দ্বিতীয়স্থানে রয়েছে ব্রিটেন।সেখানে ৩৩ হাজারের বেশি মানুষ মৃত।আক্রান্ত ২২৯৭০৫।
অন্যদিকে, আক্রান্তের বিচারে ইতালিকে ছাপিয়ে তালিকায় উঠে এসেছে রাশিয়া। সেখানে ২৪২২৭২ জন আক্রান্ত করোনায়। মৃতের সংখ্যা ২ হাজারের বেশি।ইতালিতে এখন ২ লাখের বেশি মানুষ আক্রান্ত , মৃত ৩১ হাজারের বেশি।স্পেনে ২৭১০৯৫ জন আক্রান্ত,মৃত ৮৪ হাজারের বেশি মানুষ।