For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

' অভাবনীয় আগ্রাসন' চিনের! জয়শঙ্করের সঙ্গে ফোনালাপের ঘটনা নিয়ে মুখ খুললেন পম্পেও

  • |
Google Oneindia Bengali News

চিনের আগ্রাসী মনোভাব নিয়ে ফের একবার মুখ খুলল আমেরিকা। আমেরিকার দাবি, চিন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরোক্ষে হানার নিশানা বানিয়েছে, সেই একই আগ্রাসী মনোভাব নিয়ে বেজিং, লাদাখের দিকেও অগ্রসর হয়েছে বলে দাবি পম্পেওর।

জয়শঙ্করের সঙ্গে ফোনে আলোচনা

জয়শঙ্করের সঙ্গে ফোনে আলোচনা

এদিন মাইক পম্পেও জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি বহুবার ফোনে কথা বলেছেন। চিন ভারতের সীমানায় এসে যা করেছে, তার যোগ্য় জবাব ভারত দিয়েছে বলে মন্তব্য করেন পম্পেও।

অভাবনীয় হামলা

অভাবনীয় হামলা

অভূতপূর্বভাবে আগ্রাসী মনোভাব দেখিয়ে ভারতের সীমান্তে চিন হানা দিয়েছে বলে এদিন মন্তব্য করেন পম্পেও। তিনি বলেন, চিনের কমিউনিস্ট পার্টি ও তার সাধারণন সম্পাদক জিনপিংয়ের মধ্যে কোন পার্থক্য নেই। চিন যা করেছে , সারা বিশ্বে তার নজির নেই।

সার্বিক প্রেক্ষাপট ও চিন

সার্বিক প্রেক্ষাপট ও চিন

পম্পেও বলেন, চিন যা করেছে তা সার্বিক প্রেক্ষাপটে দেখতে হবে। কোনও একটি ঘটনাকে আলাদা করে দেখার প্রয়োজন নেই। তিনি বলেন, যেভাবে সেনা শক্তির আস্ফালন বাড়িয়ে নিজের প্রতিবেশীদের সঙ্গে রোজ রোজ লড়ছে চিন, তাতে সমস্যা বাড়ছে।

ভুটান নিয়েও বার্তা আমেরিকার

ভুটান নিয়েও বার্তা আমেরিকার

আমেরিকার তরফে জানানো হয়েছে, এমন বহু দেশ আছে যারা নিজের সার্বভৌমত্বের এলাকা সম্পর্কে সঠিকভাবে সগাজ নয়।আর তারই সুযোগ চিন প্রতিবেশী দেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে। যা চিন এখন ভুটানের সঙ্গে করছে বলে দাবি করেছেন পম্পেও। পম্পেওর দাবি, চিনের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের একজোট হওয়া প্রয়োজন। আর গোটা বিষয়টিতে খুবই গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। যে গুরুত্ব দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

Ritesh, [08.07.20 20:57]

English summary
World should not allow china bullying , says Pompeo on Ladakh Issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X