For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১৭ বছর পূর্ণ করে প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের মিসাও ওকাওয়া

  • |
Google Oneindia Bengali News

টোকিও, ১ এপ্রিল : প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের মিসাও ওকাওয়া। জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন মিসাও ওকাওয়া।

উনিশশো শতকে একেবারে শেষে জন্ম হয়েছিল তাঁর। সালটা ১৮৯৮ সালের ৫ মার্চ। অর্থাৎ ১১৭ বছর পূর্ণ করেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

১১৭ বছর পূর্ণ করে প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের মিসাও ওকাওয়া


ওসাকাতেই জন্ম হয় তাঁর এবং এদিন সেখানকারই একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জীবনের শেষ দিনগুলি ওই নার্সিং হোমেই কেটেছে ওকাওয়ার।

২০১৩ সালে ওকাওয়া বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন। জীবিত অবস্থায় একইসঙ্গে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী।

গত মাসের প্রথমে ১১৭ বছর পূর্ণ করে ওকাওয়া জানান, তার কাছে ১১৭ বছরের জীবন খুব একটা দীর্ঘ মনে হয়নি। এছাড়া রাতে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুম এবং ফি দিন তাঁর প্রিয় খাবার সুশিই খেয়েই তিনি দীর্ঘজীবন পেয়েছেন বলে দাবি করেন তিনি।

ওসাকায় জন্মে ১৯১৯ সালে তাঁর বিয়ে হয় ইউকিও-এর সঙ্গে। এরপর ১৯৩১ সালে ইউকিও-এর মৃত্যুর পর দুঃখে ফের ওসাকায় ফিরে আসেন তিনি।

নিজের দীর্ঘজীবনে তিনটি শতাব্দি স্পর্শ করেছেন ওকাওয়া। এই সময়ের মধ্যে জাপানের চারজন সম্রাট ও ছয় ব্রিটিশ রাজার অভিষেক এবং ২০ জন মার্কিন প্রেসিডেন্টের আসা-যাওয়া প্রত্যক্ষ করেছেন তিনি।

গিনেস রেকর্ড অনুযায়ী এ পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে মারা যাওয়া মানুষ হলেন ফ্রান্সের জেনি ক্যালমেঁ। ১২২ বছর ১৬৪ দিন সময় বেঁচে ওই মহিলা ১৯৯৭ সালে মারা যান।

English summary
World's oldest person Misao Okawa dies in Japan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X