For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ারের আস্ত সুইমিংপুল খুলল ইউরোপের এই দেশে

এবার শুধু বিয়ারের গ্লাস ধরে চুমুক নয়, আস্ত সুইমিং পুলে নেমে পড়তে পারেন যা পুরোটাই ভরা বিয়ারে।

  • |
Google Oneindia Bengali News

এবার শুধু বিয়ারের গ্লাস ধরে চুমুক নয়, আস্ত সুইমিং পুলে নেমে পড়তে পারেন যা পুরোটাই ভরা বিয়ারে। আজ্ঞে হ্যাঁ। এমন বিয়ার পুলই সম্প্রতি খুলেছে অস্ট্রিয়াতে। সেখানকার টারেন্টজ স্কলস স্টারকেনবার্গার ব্রেওয়েরি একসঙ্গে এমন সাতটি বিয়ারের পুল খুলেছে।

বিয়ারের আস্ত সুইমিংপুল খুলল ইউরোপের এই দেশে

পুলগুলি দৈর্ঘ্যে ও প্রস্থে ১৩ ফুট। সেই পুলে দু'ঘণ্টার জন্য আপনি নেমে যা খুশি করতে পারেন। তার জন্য ভারতীয় মুদ্রায় আপনাকে দিতে হবে সাড়ে ১৬ হাজার টাকার কিছু বেশি।

স্টারকেনবার্গার ব্রেওয়েরি এই বিয়ার পুলগুলি খুলেছে ৭০০ বছরের পুরনো স্টারকেনবার্গার কেল্লার মধ্যে। শুধু বিয়ার খাওয়াই নয়, এই পুলে নামলে আপনার স্বাস্থ্যের অন্য নানা সমস্যাও দূর হবে।

জানা গিয়েছে, বিয়ারের মধ্যে থাকা ভিটামিন ও ক্যালসিয়াম ত্বককে নরম করে এবং ত্বকের কোনও সমস্যা থাকলে তা দূর করবে। তাছাড়া বিয়ারে স্নান করলে নাকি শরীরের রক্ত সঞ্চালনও ভালো হয়।

যদিও এই পুলে নেমে বিয়ার খেতে নিষেধ করেছেন কর্তৃপক্ষই। কারণ অনেকে মিলে নেমে বিয়ার স্লান করায় তা পানের অযোগ্য হয়ে যায়। ফলে এই বিয়ারে নামলে শুধু গায়েই মাখতে হবে, খেতে পারবেন না।

English summary
world's first beer swimming pool inaugurated in Austria
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X