For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনের মাসেই বিশ্বের দ্রুততম ট্রেন চালু হচ্ছে চিনে

সেপ্টেম্বরেই বিশ্বের দ্রততম বুলেট ট্রেন চালু হয়ে যাচ্ছে চিনে, ৩৫০ কিমি প্রতি ঘন্টার গড় গতিতে বেজিং থেকে সাংহাই পৌঁছতে ৪ ঘন্টা সময় নেবে এই ট্রেন ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সামনের মাসেই বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন চালু হয়ে যাচ্ছে চিনে। এই ট্রেনে বেজিং থেকে সাংহাই পর্যন্ত ১২৫০ কিমি পথ মাত্র ৪ ঘন্টায় পৌঁছনো যাবে। আগামী ২১ শে সেপ্টেম্বর থেকে এই ট্রেন চালু হয়ে যাবে বলে চিনের রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

[আরও পড়ুন: ট্রেনে চেপে মাত্র ৫ ঘন্টায় কলকাতা থেকে দিল্লি, স্বপ্ন হতে চলেছে সত্যি][আরও পড়ুন: ট্রেনে চেপে মাত্র ৫ ঘন্টায় কলকাতা থেকে দিল্লি, স্বপ্ন হতে চলেছে সত্যি]

সামনের মাসেই বিশ্বের দ্রুততম ট্রেন চালু হচ্ছে চিনে

এই বুলেট ট্রেনটির গতি সর্বোচ্চ গতি ঘন্টায় ৪০০ কিমি হবে আর গড়ে ৩৫০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে চলবে এই ট্রেনটি। মোট ৭টি ট্রেন সারাদিনে ১৪টি ট্রিপে চলবে বলে জানানো হয়েছে। শুধুমাত্র গতিই নয়, এই বুলেটে ট্রেনে রয়েছে উচ্চমানের মনিটরিং ব্যবস্থা। যেকোন আপৎকালীন পরিস্থিতিতে এই ট্রেন নিজে থেকেই গতি কমিয়ে ফেলবে এবং প্রয়োজনে দাঁড়িয়েও যাবে।

চিনে এতদিন যে বুলেট ট্রেন চলে তার গড় গতি ৩০০ কিমি প্রতি ঘন্টা। কিন্তু নতুন বুলেট ট্রেনের গতি ঘন্টায় আরও ৫০ কিমি বেশি। ফলে বেজিং থেকে সাংহাইয়ের পৌঁছনোর সময় এক ঘণ্টারও বেশি কমে আসবে। বেশ কিছুদিন ধরেই এই বুলেট ট্রেনটিকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। চিনের অতিউন্নত রেল ট্র্যাকেও ঘন্টায় ৩৫০ কিমি গতিবেগে ট্রেনটি ছুটতে সক্ষম হবে কিনা তা নিয়ে চিন্তায় ছিল চিনা রেলওয়ে কর্পোরেশন। কিন্তু বেশ কয়েকটি ট্রায়াল রানের পর দেখা গেল নয়া বুলেট ট্রেন সব পরীক্ষাতেই উৎরে গিয়েছে।

English summary
China will launch world's fastest train in September, the average speed of train will be 350 kmph.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X