For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোদের উপর বিষফোঁড়া, বিশ্বজোড়া করোনা সঙ্কটের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে জাল টিকা

ভ্যাকসিনের কালোবাজারিতে বাড়ছে চিন্তা, সতর্কবার্তা হু-এর

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্বে রক্তবীজের বংশের মতো ছেয়ে গেছে করোনার অভিযোজিত বংশধরেরা। এহেন অবস্থায় করোনা টিকাকরণ শুরু করলেও মারণব্যাধিকে লাগাম পরানো সম্ভব হয়নি। এরই মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মত জুটেছে একরাশ নকল কোভিড ভ্যাকসিন। ইতিমধ্যেই বিশ্ববাসীকে নকল প্রতিষেধকের সম্পর্কে সতর্ক করেছেন হু-এর পরিচালন-অধিকর্তা টেডরস আধানম ঘেব্রেসিস।

চাহিদা বজায় রাখার সহজ উপায়

চাহিদা বজায় রাখার সহজ উপায়

বিশ্বে ক্রমাগত বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। বৃহৎ প্রতিষেধক উৎপাদক ভারতও 'কোভ্যাক্স ফেসিলিটি'-তে সম্প্রতি ডোজ সরবরাহ বন্ধ করেছে। এহেন অবস্থার সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক চোরাব্যবসায়ীরা, মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ অজানা সংস্থাদের কাছ থেকে ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছেন টেডরস। স্বাভাবিকভাবেই সরকারি সিলমোহর প্রাপ্ত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্থান থেকে টিকা নেওয়ার ক্ষেত্রে সাফ না করেছে হু-আধিকারিকরা।

অন্তর্জালের কালো হাতে জাল টিকা

অন্তর্জালের কালো হাতে জাল টিকা

হু-আধিকারিকদের বক্তব্য, অন্তর্জালের 'ডার্ক ওয়েব' ব্যবহার করে চলছে জাল কোভিড প্রতিষেধক বিপণন। পাশাপাশি বিভিন্ন দুষ্কৃতীমূলক সংস্থা যে খালি ভায়ালও সরবরাহ করছে, সে বিষয়ে সাবধান করেছে হু। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে মেক্সিকোতে ধরা পড়া এক নকল ভ্যাকসিনের বিষয়ে শুক্রবার বার্তা দিয়েছে হু। জানা গেছে, জাল ভ্যাকসিনের নাম 'বিএনটি১৬২বি২'। কোল্ড চেনের গাফিলতিতেই যে এহেন নকল প্রতিষেধকের বাড়বাড়ন্ত, সে কথা জানিয়েছেন স্বয়ং টেডরস।

কী বলছে হু ?

কী বলছে হু ?

হু সূত্রে খবর, সরকারি অনুমোদন প্রাপ্ত নয়, এমন স্থান থেকেই জাল 'বিএনটি১৬২বি২'-এর মাধ্যমে টিকাকরণ সম্পন্ন হয়েছে মেক্সিকোয়। গবেষকদের মতে, ১৬ বছরের উর্দ্ধের নাগরিকদের জন্য বেশ কার্যকরী আসল 'বিএনটি১৬২বি২' ভ্যাকসিন। যদিও উক্ত ভ্যাকসিনের পাশাপাশি অন্যান্য প্রাণদায়ী করোনা প্রতিষেধকের প্রতিলিপিও যে কালোবাজারে বিস্তর, তা আঁচ করছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি।

 নকল ভ্যাকসিনের ফলে বাড়তে পারে মৃত্যুসংখ্যা

নকল ভ্যাকসিনের ফলে বাড়তে পারে মৃত্যুসংখ্যা

জাল করোনা ভ্যাকসিনের জেরে যে বিশ্বজুড়ে আরও বাড়তে পারে মৃত্যুসংখ্যা, সে বিষয়ে সকল দেশকে সতর্ক করেছে হু। পাশাপাশি সরকারি বা সরকারি সিলমোহরপ্রাপ্ত ভ্যাকসিন সাইট ছাড়া অন্যত্র টিকা নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা বাড়বে, সে কথাও নাগরিকদের মনে করিয়ে দিয়েছেন টেডরস। ভ্যাকসিন বিপণনের ক্ষেত্রে কোনোরকম সন্দেহ হলে প্রশাসনকে তৎক্ষণাৎ জানানোর আর্জি জানিয়েছে হু। যদিও এতে কতদূর রোখা সম্ভব ভ্যাকসিনের কালোবাজারি, সে বিষয়ে উঠছে প্রশ্ন।

প্রথম দফার ভোটের দিনেই কেশিয়াড়িতে বিজেপি কর্মীর মৃত্যু, কী জানাল কমিশনপ্রথম দফার ভোটের দিনেই কেশিয়াড়িতে বিজেপি কর্মীর মৃত্যু, কী জানাল কমিশন

English summary
World Health Organization WHO has warned that fake corona vaccines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X