করোনা সংকটের জেরে দারিদ্র সীমার নীচে চলে যেতে পারে প্রায় ১ কোটি মানুষ, বলছে বিশ্বব্যাঙ্ক
ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। প্রায় আট লক্ষের কাছাকাছি মানুষের শরীরে থাবা বসিয়েছে করোনা। প্রাণ কেড়ে প্রায় ৩৮ হাজার মানুষের। ইতিমধ্যেই প্রায় ১৭০টি দেশে নিজের বংশবিস্তার করেছে প্রাণঘাতী করোনা।

দুর্ভিক্ষ কী আসন্ন ?
যার জেরে তীব্র অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে গোটা দেশ তথা বিশ্ব জুড়েই। গত ১৮ বছরের মধ্যে সবথেকে বেশি পতন হয়েছে অপিরশোধিত তেলের দাম। ধুঁকছে শেয়ার বাজার। এই অবস্থা চলতে থাকলে দুর্ভিক্ষ আসন্ন বলে হুঁশিয়ারি দিতে দেখা গেছে একাধিক অর্থনৈতিক বিশেষজ্ঞকেই।

দারিদ্র্য সীমার নীচে চলে যেতে পারে ১ কোটি ১০ লক্ষ মানুষ
গোটা বিশ্বেই অতিমারির চেহারা নিয়েছে করোনা। এমতাবস্থায় এবার সোমবার বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে এই অবস্থা জারি থাকলে এর অর্থনৈতিক পরিণতি হিসাবে পূর্ব এশিয়ার প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নীচে চলে যেতে পারে। তীব্র সংকট তৈরি হতে পারে চিনের অর্থনীতিতেও।

খারাপ প্রভাব পড়বে চিনের অর্থনীতিতেও
এই প্রসঙ্গে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্বব্যাঙ্কেরর প্রধান অর্থনীতিবিদ আদিত্য মট্টু বলেন, " এই মহামারির ফলে গোটা বিশ্বের একটা বড় এলাকা ক্রমেই দ্রারিদ্রতায় ভুগতে শুরু করবে।" যদিও অবস্থা খুব ভালো তাকে তাহলেও চিনের জিডিপি প্রবৃদ্ধি কমে ২.১ নেমে যাতে পারে। ২০১৯ সালে যা ছিল প্রায় ৬.১, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।