For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাংলাদেশের বাঁশখালীতে নিহত ৫

শ্রমিক-পুলিশ সংঘর্ষে রক্ত ঝরল বাংলাদেশ, নিহত ৫

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মাঝেই শ্রমিক-পুলিশ সংঘর্ষে রক্ত ঝরল বাংলাদেশে। চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে উত্তাল বাংলাদেশের রাজ্য-রাজনীতি। এই বিদ্যুৎ প্রকল্পটি আদপে একটি চিনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যেগে তৈরি হয়েছিল বলেও খবর।

কী বলছে পুলিশ

কী বলছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের 'এসএস পাওয়ার প্ল্যান্টে' এই ঘটনা ঘটে। বেতন বৃদ্ধির দাবিতেই বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা যাচ্ছে। ২০১৬ সালের ৪ এপ্রিল ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন ও পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিতে দুই ভাইসহ চারজন নিহত হয়েছিল বলেও জানা যায়।

 ঠিক কী কারণে বিক্ষোভ

ঠিক কী কারণে বিক্ষোভ

এমনকী তখন থেকেই বেতন সহ একাধিক ইস্যুতে বারংবার শ্রমিক বিক্ষোভ লেগেই থাকতো এই তাপ বিদ্যুৎকেন্দ্রে। জানা যায়, বর্তমানে বকেয়া বেতন পরিশোধ, বেতন বৃদ্ধির দাবি, শুক্রবার একবেলা কাজ করা ও ইফতারের জন্য সময় বরাদ্দসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ কয়েকদিন আগে থেকে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। কিন্তু শনিবার তাদের আন্দোলন চরমে ওঠে।

 আহত ২৩ শ্রমিক

আহত ২৩ শ্রমিক

এই ঘটনাক পর চারজনকে মৃত অবস্থাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া আহত ১২ জনকে আনা হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মৃত্যু হয় ১ জনের। অন্যদিকে পুলিশের দিকেও ৪ জনের আহত হওয়ার খবর মিলেছে। যদিও অসমর্থিত সূত্রের খবর, আহত হয়েছেন মোট ২৩ জন শ্রমিক।

চলছে ঘেরাও

চলছে ঘেরাও

আহতদের বেশিরভাগকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এদিকে, সহকর্মীদের মৃত্যুর খবরে ছড়িয়ে পড়তেই বিদ্যুৎকেন্দ্রের ভেতর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া আশেপাশের এলাকার অন্তত ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎকেন্দ্রটি ঘেরাও করে রেখেছে বলেও খবর। থমথমে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

ভোট শেষে অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী, প্রবল শ্বাসকষ্টে অক্সিজেন সাপোর্টে মদন মিত্রভোট শেষে অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী, প্রবল শ্বাসকষ্টে অক্সিজেন সাপোর্টে মদন মিত্র

English summary
Workers-police clash at Chinese power project, 5 killed in Banshkhali, Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X