For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলারা বেশি সময় নেন, তাই মুদির জিনিস কিনুক পুরুষরাই, উপদেশ জাপানের মেয়রের

মহিলারা বেশি সময় নেন, তাই মুদির জিনিস কিনুক পুরুষরাই, উপদেশ জাপানের মেয়রের

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের প্রকোপ কমাতে জাপানে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে এই দেশের ওসাকার মেয়র উপদেশ দিয়েছেন যে মুদির দোকানের জিনিস যেন পুরুষরাই এই সময় কিনতে যায় কারণ মহিলারা দ্বিধাদণ্ডে ভোগে ও অনেক সময় লাগিয়ে দেয়। মেয়রের এই অদ্ভুত যুক্তিতে বেশ ক্ষিপ্ত দেশের মহিলারা।

মহিলা নয়, পুরুষরাই মুদির জিনিস কিনুক

মহিলা নয়, পুরুষরাই মুদির জিনিস কিনুক

করোনার প্রকোপ যাতে না বাড়ে তার জন্য এই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং কিছু এলাকার বাসিন্দাদের বলা হয়েছে যে ঘনঘন কেনাকাটা কম করতে এবং কিছু কেনার জন্য পরিবারের একজন সদস্যই যেন বাড়ির বাইরে বের হন। ওসাকা মেয়র ইচিরো মাতসুই বৃহস্পতিবার জানিয়েছেন যে পুরুষদের ওপর মুদির জিনিস কেনা অর্পন করা উচিত কারণ মহিলারা প্রচুর সময় নেন কারণ তাঁরা অনেক কিছু ঘুরে দেখেন এবং কি কিনবেন কি কিনবেন না সেটা নিয়ে দ্বিধাদণ্ডে ভোগেন। ৫৬ বছরের মেয়র বলেন, ‘পুরুষরা জিনিসগুলি দোকানদারকে বলেন এবং তা কিনে বাড়ি ফিরে যান। তাই আমার মনে হয় এটা ভালো যে পুরুষরা প্রয়োজনীয় জিনিস কিনতে বের হচ্ছেন, মানুষের সংস্পর্শ এড়িয়ে যাচ্ছেন।'‌‌

টুইটারে নিন্দার ঝড় ওঠে

টুইটারে নিন্দার ঝড় ওঠে

এক রিপোর্টারের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে মেয়র জানিয়েছেন যে তাঁর এই মন্তব্য হয়ত সেকেলে কিন্তু এটা তাঁর পরিবারের সত্য। পুরুষ ও মহিলাদের প্রতি অশ্রদ্ধা দেখানোর জন্য টুইটারে মেয়রের তীব্র নিন্দা করা হয়। অনেকেই মেয়রের প্রতি ক্ষোভ উগরে দেন। তবে অনেকে মেয়রের সমর্থনেও প্রতিক্রিয়া জানিয়েছেন।

জাপানে করোনা সংক্রমণ

জাপানে করোনা সংক্রমণ

মঙ্গলবার ১২৩টি নতুন সংক্রমণ সনাক্ত হওয়ার পর জাপানের রাজধানীতে বুধবার সংখ্যা আবারও কিছুটা বৃদ্ধি পেয়ে ১৩২-এ দাঁড়িয়েছে। তবে কোনও লকডাউন ঘোষণা করা হয়নি এই দেশে।

বাড়ছে 'জৈব অস্ত্র'-এর প্রকোপ, চলছে অর্থনৈতিক রেষারেষি! এটাই কী তবে তৃতীয় বিশ্বযুদ্ধ?বাড়ছে 'জৈব অস্ত্র'-এর প্রকোপ, চলছে অর্থনৈতিক রেষারেষি! এটাই কী তবে তৃতীয় বিশ্বযুদ্ধ?

English summary
Japan is under a state of emergency over the pandemic, and residents in some areas have been asked to shop less frequently and only send one family member out to get supplies to limit contact.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X