For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাক বিক্ষোভ: বাগদাদের দেয়ালে নারী জাগরণ

ইরাক বিক্ষোভ: বাগদাদের দেয়ালে নারী জাগরণ

  • By Bbc Bengali

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

গত অক্টোবর থেকে ইরাক জুড়ে শুরু হয়েছে সরকারি বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঐতিহ্যগতভাবে পিতৃতান্ত্রিক সমাজের ঠিক বিপরীত একটি অংশের প্রতিনিধিত্ব করেন। ইরাকের এই বিক্ষোভে সেই নারীরাই নিয়েছেন নেতৃত্ব।

বিক্ষোভে তাদের এই উল্লেখযোগ্য অবস্থানকে উদযাপন করা হয়েছে রাজধানী বাগদাদের বিভিন্ন দেয়ালে ম্যুরাল আঁকার মাধ্যমে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

বাগদাদের তাহরির স্কয়ার যা বিক্ষোভের উৎসস্থল হিসেবে পরিচিত, সেটি পরিণত হয়েছে সৃজনশীল প্রতিবাদের মূল কেন্দ্রে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ইরাকী নারীদের চেতনা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা ম্যুরাল বা দেয়ালচিত্রগুলো বিক্ষোভের মূর্ত প্রতীক হয়ে উঠেছে। যাকে ভিজ্যুয়াল উপস্থাপনা বললে ভুল হবে না। বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র বেশিরভাগ ক্ষেত্রে নারীদের তৈরি করা এই শিল্পকর্মগুলো ভবিষ্যৎ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণকে তুলে ধরে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

বিক্ষোভ এবং দেয়ালচিত্র-যৌথভাবে নারীদের একটি সম্মিলিত সম্প্রদায় তৈরি করতে সহায়তা করেছে। যেখানে তারা তাদের অবস্থান দৃঢ়ভাবে জানান দিতে এবং তাদের ইতিহাস নতুন করে লেখার সক্ষমতা অর্জন করে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
Reuters
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

বিক্ষোভে এ পর্যন্ত ৪০০ মানুষ নিহত হওয়ার কারণে নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন বাবা-মা এবং স্বামী বা অভিভাবকরা। কখনো কখনো তাদের অনুমতি ছাড়াই গোপনে বিক্ষোভে অংশ নিয়েছে ইরাকের নারীরা।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

এর আগে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নারীদের অবহেলা করা হলেও, চলতি বিক্ষোভে নির্দিষ্ট কোন রাজনৈতিক কর্মসূচী না থাকায় নারীরাও এতে অংশ নিতে পেরেছে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
AFP
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে নারী এবং পুরুষরা পাশাপাশি থেকে বিক্ষোভ করে না সেখানে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সবাই এক সাথে কাজ করার মানসিকতা তৈরি করাটা একটা বড় অর্জন বলে ধরে নেয়া হচ্ছে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
Reuters
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

English summary
Women revolution in Iraq's wall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X